/indian-express-bangla/media/media_files/2025/09/30/da7b8a49595b4e1d98d72cc71380e491_18-2025-09-30-16-51-45.jpeg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:প্রবীণ বিজেপি নেতা এবং দিল্লি বিজেপির প্রথম সভাপতি ভি কে মালহোত্রা (VK Malhotra) মঙ্গলবার ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে দলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা (JP Nadda) সহ বহু নেতা তাঁর বাসভবনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা (Virendra Sachdeva) তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রবীণ নেতার মৃত্যুর খবর ঘোষণা করেন। তিনি লিখেছেন, “অধ্যাপক বিজয় কুমার মালহোত্রা ছিলেন দিল্লি বিজেপির প্রথম সভাপতি এবং আরএসএসের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করে গিয়েছেন। সরলতা ও জনসেবার প্রতি তাঁর নিবেদন আজও অনুকরণীয়। তিনি সর্বদা সকল বিজেপি কর্মীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
দিল্লির উন্নয়নে অগ্রদূত
বিজেপি সভাপতি সচদেব জানান, ভি কে মালহোত্রা ছিলেন দিল্লির ‘প্রথম উন্নয়ন পুরুষ’। তাঁর উদ্যোগে দিল্লির প্রথম উড়ালপুল নির্মিত হয়, যা প্যাটেল নগরকে মতি নগরের সঙ্গে যুক্ত করে।
মোদীর শোকবার্তা
প্রধানমন্ত্রী মোদী (PM Modi) প্রবীণ এই নেতার প্রয়াণে শোকপ্রকাশ করে বলেন, “ভি কে মালহোত্রা ছিলেন একজন সরল মনের নেতা, জনগণের সমস্যা নিয়ে তাঁর গভীর ধারণা ছিল। দিল্লিতে দলকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংসদে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে থাকবে।”
পুজোর মধ্যেই ফের জগদ্দলে তুলকালাম। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে আবারও গুলি চলে বলে অভিযোগ, গতরাতে এলাকায় বোমাবাজি হয়েছে। বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্জুন সিংয়ের ভাইপোর গাড়ি। জানা গিয়েছে, গতরাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছেই দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও তারপরেই সংঘর্ষ বেধে যায়। তার থেকেই গুলি, বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে অর্জুন সিং সংবাদমাধ্যমকে বলেন, "গতরাতে তখন সাড়ে ১২টা বাজে। আমি টিভি দেখছিলাম, হঠাৎ বাইরে চিৎকার শুরু হয়। পুজো মণ্ডপে দুই দলের মধ্যে বচসা বাধে। তারপরেই শুরু হয় বোমাবাজি।" তিনি আরও বলেন, "দেখি বোমা, গুলি করছে। আমার কাছে সব ভিডিও আছে, পুলিশ দেখি পালাচ্ছে। তখন আমি তেড়ে যাই, সব পালিয়ে যায়।"
আরও পড়ুন- Murshidabad News:স্বামী-স্ত্রীর অশান্তির বলি দুধের শিশু! মেয়েকে আছড়ে খুন করে বাবা কী করল জানেন?
মহালয়ার পর থেকেই কলকাতার পুজোমণ্ডপগুলিতে ঠাকুর দেখার ঢল নেমেছে। গতকাল সপ্তমীর রাতেও রেকর্ড ভিড় হয়েছে কলকাতার মণ্ডপে মণ্ডপে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ জনজোয়ারে ভেসেছে রাজপথ। আজ অষ্টমীর সন্ধ্যায় সেই ভিড় আরও বেড়েছে।নজর কেড়েছে সন্তোষ মিত্র স্কোয়্যারের অপারেশন সিঁদুর থিমে তৈরি পুজোমণ্ডপ। এছাড়াও উত্তরের টালা প্রত্যয় থেকে শুরু করে দক্ষিণের চেতলা অগ্রণী, ত্রিধারা, সুরুচি সংঘের মতো শহরের বড় পুজোগুলোতেও বিপুল ভিড়।
এদিকে আজই অর্থাৎ অষ্টমীতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল সেই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি হলে দুর্গাপুজোর শেষ দু'দিন অর্থাৎ নবমী-দশমীতে তুমুল বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।
- Sep 30, 2025 13:26 IST
Kolkata News Live updates:সংকটে সন্ধিপুজোর পদ্ম!
দেবাদিদেব মহাদেবের মানসপুত্র “রাবণকে“ ’বধ করতে অকালে দুর্গা পুজোর সংকল্প করেছিলেন রামচন্দ্র।সেই কারনে এইপুজো ’অকালবোধন’ নামেই পরিচিত। শরৎকালে মহাসন্ধির সন্ধিক্ষনের অন্ধকারকে আলোকিত করতে রামচন্দ্র ১০৮টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি দেবীর চরনে ১০৮টি নীল পদ্ম নিবেদন করে এই পুজো সম্পূর্ণ করে ছিলেন। সেই থেকে আজও দুর্গাপুজোর মহাষ্টমি তিথির সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম দেবীর চরণে নিবেদন করার রীতি চালু আছে। কিন্তু জলাশয় সংকটের কারণে পদ্মচাষ দুস্কর হতে বসায় সেই রীতি বজায় রাখাই এখন দুস্কর হতে বসেছে।
- Sep 30, 2025 12:47 IST
Kolkata News Live Updates:মহাষ্টমীর সকালে প্রবল ঝড়-বৃষ্টি
আজই বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত আগামিকাল নবমীতে নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে অষ্টমীর রাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। তার আগে মহাষ্টমীর সকালেই পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি ও সঙ্গে মুহূর্মূহূ বজ্রপাত। ঠাকুর দেখতে বেরিয়ে বেজায় বিপাকে আট থেকে আশি।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman rain:মহাষ্টমীর সকালে প্রবল ঝড়-বৃষ্টি পূর্ব বর্ধমানে, ঠাকুর দেখতে বেরিয়ে নাকাল আট থেকে আশি
- Sep 30, 2025 12:30 IST
Kolkata News Live Updates:মুখ্যমন্ত্রীর কথা ও সুরে পুজোর গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়
মহাষ্টমীর পুণ্যলগ্নে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর নিজের তৈরি নতুন গান এদিন তিনি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে। এই গানের কথা এবং সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান গেয়েছেন প্রখ্যাত শিল্পী মনোময় ভট্টাচার্য।
বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: মহাষ্টমীর শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর! মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে পুজোর গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়
- Sep 30, 2025 10:11 IST
Kolkata News Live Updates: স্বামী-স্ত্রীর অশান্তির বলি দুধের শিশু!
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর পারিবারিক অশান্তির বলি হল তাঁদের একমাত্র দেড় বছরের শিশুকন্যা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে শিশুটিকে আছাড় মেরে হত্যা করেন তাঁর বাবা, নাঈম আখতার। মেয়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই শোকাহত নাঈম আখতার শামসেরগঞ্জের জয়-কৃষ্ণপুর এলাকায় রেললাইনে কাটা পড়ে আত্মহত্যা করেন।
বিস্তারিত পড়ুন-Murshidabad News:স্বামী-স্ত্রীর অশান্তির বলি দুধের শিশু! মেয়েকে আছড়ে খুন করে বাবা কী করল জানেন?
- Sep 30, 2025 09:49 IST
Kolkata News Live Updates: বহরমপুরের এই পুজোয় নজরকাড়া ভিড়
স্বর্গ ধাম সেবক সংঘের প্রতিমা দর্শন না করলে বহরমপুরের দর্শনার্থীদের ঠাকুর দেখা সম্পূর্ণ হয় না। কারণ মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রখ্যাত প্রয়াত মৃৎশিল্পী যামিনী পালের হাতের তৈরি প্রতিমা এই মণ্ডপে বিশেষভাবে অলঙ্কৃত করে। বর্তমানে তাঁর পৌত্র অসীম পাল তাঁর দক্ষতায় অভিনব এবং আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলেছেন অসাধারণ দেবীমূর্তি। তা দেখতেই সকাল-সন্ধে মণ্ডপে ঢল দর্শনার্থীদের।
- Sep 30, 2025 09:46 IST
Kolkata News Live Updates: নিম্নচাপ নবমীতে, আজ সন্ধ্যে থেকেই তুমুল বৃষ্টি?
দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী আবহাওয়া ঠিকঠাক থাকায় নির্বিঘ্নেই কেটেছে। মনের আনন্দে চলেছে প্যান্ডেল হপিং। তবে পুজোর আনন্দ মাটি হতে পারে মহাষ্টমীর রাত থেকেই। আজই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, কাল অর্থাৎ মহানবমীর দিন সেই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। তার জেরে পুজার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।
বিস্তারিত পড়ুন-Kolkata Weather Today: অষ্টমীতেই দানা বাঁধছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ নবমীতে, আজ সন্ধ্যে থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস!
- Sep 30, 2025 09:45 IST
Kolkata News Live Updates: QR টিকিটের সুনামি কলকাতা মেট্রোয়!
ডিজিটাল টিকিট বুকিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে মেট্রো যাত্রীদের মধ্যে। সাধারণ কাগজ ভিত্তিক টিকিটের তুলনায় ‘মোবাইল কিউআর টিকিট’ এখন অধিক প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে মোবাইল কিউআর টিকিটের বিক্রিতে চমকপ্রদ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: QR টিকিটের সুনামি কলকাতা মেট্রোয়! এক দিনে সর্বোচ্চ বিক্রির অভাবনীয় নজির!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us