/indian-express-bangla/media/media_files/2025/08/16/the-bengal-files-trailer-launch-2025-08-16-18-59-45.jpg)
রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন,পরিচালক বিবেক অগ্নিহোত্রী
The Bengal Files trailer launch: 'এটা যদি ফ্যাসিবাদ না হয়, তাহলে আর কী?' এভাবেই রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন,পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতার এক পাঁচতারা হোটেলে শনিবার বিকেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দাবি, কলকাতা পুলিশ এই অনুষ্ঠান আটকে দেয়। যদিও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
শুক্রবারের শুরুতে, অগ্নিহোত্রী তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেছিলেন যে একটি শীর্ষস্থানীয় সিনেমা চেইন তার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল করেছে। তিনি এও অভিযোগ করেন, "রাজনৈতিক চাপ"-এর কারণেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
#WATCH | Kolkata, West Bengal | 'The Bengal Files' director Vivek Agnihotri alleges disruption during trailer launch of his film, he says, " If this is not dictatorship/fascism, then what is?...Law and order in your state has failed, and this is the reason that everyone supports… pic.twitter.com/rjQc0jh7iR
— ANI (@ANI) August 16, 2025
১৯৪৬ সালের কলকাতা দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি এই ছবির ট্রেলার লঞ্চকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। অগ্নিহোত্রীর অভিযোগ, আজকের অনুষ্ঠানের সময় হঠাৎ কিছু লোক এসে সমস্ত তার কেটে দেয়। তিনি প্রশ্ন তোলেন—“এটা কাদের নির্দেশে হচ্ছে? কারা চাইছে এই অনুষ্ঠান বন্ধ হোক?” তিনি আরও বলেন, “যদি এটাকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ না বলা হয়, তবে কী বলা হবে? বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে। এ কারণেই সবাই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পাশে দাঁড়াচ্ছে।”
অভিনেত্রী পল্লবী জোশীও ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্য—“ ছবির ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়াটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। বাংলায় কি মতপ্রকাশের স্বাধীনতা নেই? আমরা শিল্পীরা যদি আমাদের কাজ দর্শকদের সামনে আনতেই না পারি, তবে এর মানে কী? এমনকি কাশ্মীরেও এরকম হয়নি। তাহলে কি বলা যায়, আজকের পরিস্থিতি কাশ্মীরের চেয়েও খারাপ?”
উল্লেখ্য, ১৯৪০-এর দশকে অবিভক্ত বাংলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। পরিচালক আরও বলেন, " আমি চাই ভারতের প্রতিটি মানুষ এই ছবিটা দেখুক এবং বাংলা সম্পর্কে সত্যটা জানুক। শিল্পীদের সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব..." ।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ গোটা ঘটনাকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, তিনি যেগুলি তৈরি করেন সেগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানুষে মানুষে বিভেদ তৈরির চক্রান্ত। ওনার ক্ষমতা আছে গুজরাট ফাইলস করা? কেন ইউপি ফাইলস, এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? বাংলার বিরুদ্ধে কুৎসা করার একটা চেষ্টা। একে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত"।