scorecardresearch

বহুতলের নীচটায় যেন রক্তের স্রোত বইছিল, ছুটে যেতেই এ কী দেখলেন বাসিন্দারা!

হঠাৎ এই কাণ্ডে তখন সকলেরই চোখ কপালে ওঠার জোগাড়!

The dead body of the old man was recovered new town housing complex
মারাত্মক এই কাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বহুতলের নীচ থেকে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। সম্ভবত বহুতলটির তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে ৭১ বছরের শঙ্কর কুমার বিশ্বাসের। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ। নিউটাউন ডিডি ব্লকের ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ নিউটাউন ডিডি ব্লকের ১০৮ নম্বর বাড়ির তৃতীয় তলার বারান্দা থেকে নিচে পড়ে যান ৭১ বছরের বৃদ্ধ শঙ্কর কুমার বিশ্বাস। এরপরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- স্ত্রীকে প্রাণে মারতে এ কী করল স্বামী! নৃশংস-কাণ্ড জানলে ঘুম উড়বে!

জানা গিয়েছে, নিউটাউন ডিডি ব্লকের এই ফ্ল্যাটে মেয়ের সঙ্গে থাকতেন বৃদ্ধ শঙ্কর বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই আলজাইমা রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মেয়ে চাকরিস্থলে বেরিয়ে গেলে দুপুর দেড়টা নাগাদ বারান্দার দিকে তাঁকে আসতে দেখেন স্থানীয়দের কয়েকজন। এরপরই সেই বারান্দা থেকে ওই বৃদ্ধ নীচে পড়ে যান বলে প্রত্যক্ষর্শীদের দাবি।

আরও পড়ুন- সাংসদ পদ ছাড়িয়ে কেন তাঁকে বিধায়ক করেন মমতা? এতদিনে স্পষ্ট করলেন শুভেন্দু

তবে তিনি বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত নিচে পড়ে যান সেই বিষয়ে তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভর দুপুরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বাকি বাসিন্দারাও ফ্ল্যাট থেকে নীচে নেমে আসেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: The dead body of the old man was recovered new town housing complex