ধেয়ে আসছে প্রলয়। শুক্রবার থেকে রাজ্যে তাণ্ডবলীলা চালাবে ‘ফণী’। ঘূর্ণিঝড়ের কথা প্রকাশ্যে আসা মাত্রই, সবার একটাই প্রশ্ন বাংলাতেও কী এর প্রভাব পড়বে? আবহাওয়া দফতর জানিয়ে দিল, ‘ফণী’র দাপটে পশ্চিমবাংলায় ভারী বৃষ্টি হবে। হাঁসফাঁস গরম থেকে রেহাই পেতে এখন ‘ফণী’ই ভরসা বাংলার কাছে। তবে ঘূর্ণিঝড়ের দাপটে চিন্তাতেও রয়েছে বাংলা।
কবে ফণীর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর। আগামী ৩ তারিখ শুক্রবার থেকে শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৮৫ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। শনিবার শক্তি বাড়িয়ে এ রাজ্যে আরও দাপট দেখাতে পারে ফণী। সেদিন প্রায় ২০ সেমি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ১১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অনুপমের বিস্ফোরক মন্তব্যে জল্পনা
ভারতের দক্ষিণপূর্ব সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড় ফণী ইতিমধ্যে আছড়ে পড়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। ৩ ও ৪ এপ্রিল দিঘা,গঙ্গাসাগর, মন্দারমণি, বকখালিতে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই এলাকায় পর্যটকদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।