scorecardresearch

তৃণমূলের পার্টি অফিসেই রমরমিয়ে ‘জুয়ার আসর’, ‘মজায় মত্ত’ খোদ উপ-প্রধানও

সোশ্যাল মিডিয়ায় জুয়ার আসরের ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

The video of the gambling event at the Tmc office is viral
তৃণমূল কার্যালয়ের মধ্যে রমরমিয়ে চলছে জুয়ার আসর।

তৃণমূলের পার্টি অফিসের মধ্যেই রমরমিয়ে জুয়ার আসর। সেই জুয়ার আসরে হাজির থেকে দেদার মজায় খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপ-প্রধান। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চল তৃণমূলের কার্যালয়ের ভিতরে জুয়ার আসরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড়-কাণ্ড। বিরোধীরা এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। সমালোচনার মুখে পড়ে পঞ্চায়েতের উপ-প্রধান শেখ মজনু ওরফে বুলেটের সাফাই, ‘গোটাটাই রাজনৈতিক চক্রান্ত’।

কালাম মল্লিক নামে জনৈক এক ব্যক্তি তৃণমূলের কার্যালয়ে জুয়ার আসর চলার ওই ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা) সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ভাইরাল হওয়া সেই ভিডিও-য় দেখা যাচ্ছে, এক ঘর লোকের সামনে মেঝেতে পাতা রয়েছে বড়সড় রঙিন কাপড়ের মত একটা কিছু। সেই কাপড়ে আঁকা রয়েছে চিড়িতন, রুহিতন, হরতন, ইস্কাবন ও জোকার, বাদশার ছবি।

রঙিন ওই কাপড়ের চার দিকে বসে আছেন চার ব্যক্তি। তার মধ্যে লুঙ্গি পরিহিত এক ব্যক্তির হাতে দেখা যাচ্ছে ওল্টানো কৌটো। মাঝে মধ্যে তিনি কৌটোটি চাদরে ঘষছেন, আর সোজা উলটো করছেন। চার জনের মধ্যে চলছে দর কষাকষি। তাঁদের ঘিরে এক দল মানুষ অধীর আগ্রহে ওই কাপড়ের দিকে তাকিয়ে আছেন।

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

এমন ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে কালাম মল্লিক মন্তব্য করেছেন, “আমাদের পঞ্চায়েতের উপ-প্রধান পার্টি অফিসে বসে জুয়ো খেলে ,মেয়ে এনে নাচানোর মতো কীর্তিকালাপ করছেন। পার্টি এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এদের জন্যই পালিগ্রাম অঞ্চলে তৃণমূলের ভীত নষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই বিষয়ে পদক্ষেপ করেন।”

আরও পড়ুন- ‘চাকরি বিক্রির’ কাড়ি-কাঁড়ি টাকা ব্যাঙ্কের লকারে? অয়নকে জেরায় বিস্ফোরক তথ্য!

খোঁজখবর নিয়ে জানা যায়, যে ভিডিও কালাম মল্লিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটি মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতরের ছবি। বৃহস্পতিবার রাতে ওই তৃণমূল পার্টি অফিসে বসেছিল জুয়ার আসর। ভিডিও-য় দেখা যাচ্ছে রঙিন কাপড়টি আদপে জুয়ার বোর্ড। জুয়া খেলার আসরে উপস্থিত থাকতে দেখা যায় পালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মজনু ওরফে বুলেটকে’। যদিও শেখ মজনু দাবি করেছেন, “সবটাই রাজনৈতিক চক্রান্ত। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

এদিকে, এলাকাবাসীদের কথায়, চৈত্র মাসের অমাবস্যায় পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামে শ্মশানকালীর পুজো হয়। পুজো উপলক্ষে উনিয়া ফুটবল মাঠে মেলা বসে। অভিযোগ কালী পুজোকে সামনে রেখে যাত্রা ও সঙ্গীতের অনুষ্ঠানের পাশাপাশি ওই মেলায় জুয়ো খেলার আসরও বসে। এই বছর কয়েকদিন টানা প্রাকৃতিক দুর্যোগ চলায় আগেভাগেই মেলা শুরু হয়ে যায়। মেলায় যথারীতি জুয়ার আসরও বসে।

আরও পড়ুন- সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত! নির্দেশিকা জারি রাজ্য পুলিশের

গত বুধবার রাতের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে জুয়ার বোর্ড গুটিয়ে কিছুটা পাশে তৃণমূলের পালিগ্রাম অঞ্চল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে বৃষ্টি কমলে ঘন্টা দুয়েক পর জুয়ার বোর্ড ফের মেলা প্রাঙ্গণে নিয়ে গিয়ে খেলা শুরু হয়। তারই মধ্যে কেউ গোপনে তৃণমূল কার্যালয়ে জুয়া খেলার ছবি নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়।

দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। তার আগে এমন ভিডিও প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা ইনচার্জ সুনীল গুপ্তা দাবি করেছেন, “তৃণমূল কংগ্রেসের প্রায় প্রতিটি পার্টি অফিসই অসামাজিক কাজের আখড়া। কোথাও জুয়া, কোথাও মদের ঠেক আবার কোথাও বোমা বাঁধা হয়ে থাকে। এটাই তৃণমূল কংগ্রেসের কালচার।” এই বিষয়ে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: The video of the gambling event at the tmc office is viral