Route Permit: নেই কোন বৈধ পারমিট, রাজপথে বাসের দৌরাত্ম, প্রশ্ন যাত্রী নিরাপত্তায়

Route Permit: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বেড়িগোপালপুর থেকে বারাসাত MN6 রুটে নয়টি বাস চলাচল করে। যার মধ্যে একটি বাসেরও রাস্তায় চলার নেই কোন অনুমোদন।

Route Permit: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বেড়িগোপালপুর থেকে বারাসাত MN6 রুটে নয়টি বাস চলাচল করে। যার মধ্যে একটি বাসেরও রাস্তায় চলার নেই কোন অনুমোদন।

author-image
Utsab Mondal
New Update
there is no route permit of MN6 Route Administration Take Immediate steps

নেই কোন বৈধ পারমিট, রাজপথে বাসের দৌরাত্ম, প্রশ্ন যাত্রী নিরাপত্তায়

Route Permit:  উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বেড়িগোপালপুর থেকে বারাসাত MN6 রুটে নয়টি বাস চলাচল করে। যার মধ্যে একটি বাসেরও রাস্তায় চলার নেই কোন অনুমোদন। দীর্ঘ সাড়ে চার বছর ধরে অবৈধভাবে বাস গুলি চলাচল করছে। কিন্তু প্রশাসনের কোন হুশ নেই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। 

Advertisment

জানা গিয়েছে অতীতে এইরুটে ১৫ টি বাস চলাচল করত। বেড়িগোপালপুর থেকে বারাসাত পর্যন্ত যেত বাসগুলি। বর্তমানে বাসের সংখ্যা কমে দাঁড়িয়েছে নয়টি। যার একটি বাসেও অনুমোদন না থাকায় বর্তমানে বেড়িগোপালপুর থেকে গোবরডাঙ্গা পর্যন্ত বাস গুলি চলাচল করে।  

সম্প্রতি বিষয়টি জানতে পেরে বনগাঁ এ আর টি ওর কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ। তিনি যাত্রী পরিষেবা ও তাদের  নিরাপত্তার কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন। 

Advertisment

অবৈধভাবে যে বাস চলাচল করছে তা স্বীকার করে নিয়েছেন বাস চালক ও মালিকেরা। তাবে তাদের দাবি, বর্তমান সময়ের টোটো এবং অটোর রমরমাতে বাস চালানোর খরচ উঠছে না। মালিকেরা বাসের রিনিউয়াল করতে পারছেন না । কর্মচারীদের রুটি রুজির কথা ভেবে তারা গাড়ি চালাচ্ছেন।

অভিযোগ পেয়ে মালিক পক্ষকে তলব করেছিলেন বনগাঁ এআরটিও রথীন মজুমদার । তিনি বলেন, মালিকপক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে। অনুমোদন ছাড়া কোন গাড়ি রুটে চলতে দেওয়া হবে না। 

রঙের উৎসবে মাতোয়ারা শহর, মায়াপুর থেকে বেলুড় মঠ উপচে পড়া ভিড় ভক্তদের

এতদিন ধরে অবৈধভাবে গাড়ি গুলি কি করে চলল এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি দুমাস আগে দায়িত্বে এসেছেন। বনগাঁয় প্রচুর গাড়ি চলে যার মধ্যে কোনভাবে ওই রুটের গাড়িগুলি নজর এড়িয়ে গেছে। তারা অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছেন।

news of west bengal