/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Mamata-Banerjee.jpg)
Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WB By Election Results: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। এই প্রথমবার তৃণমূলের বিধায়ক নির্বাচিত হলেন রায়গঞ্জ কেন্দ্র থেকে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে কখনও রায়গঞ্জে জয় পায়নি। উপনির্বাচনে এবার সেই জয়ের স্বাদ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
২০০১, ২০০৬, ২০১১ ও ২০১৬ পর চারটি বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। ২০০১ ও ২০০৬ সালে এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন চিত্তরঞ্জন রায় ও ২০১১ ও ২০১৬-তে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন মোহিত সেনগুপ্ত। কখনও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল। ২০১৬-তে বামেদের সঙ্গে তৃণমূলের জেট ছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে আসা বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী এখান থেকে বিধায়ক হন। তারপর চলতি বছর ২০২৪ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী পরাজিত হয়। রায়গঞ্জ বিধানসভা এলাকা থেকে ব্যাপক ভোটে পিছিয়ে ছিলেন কৃষ্ণ কল্যানী। উপনির্বাচনে ফাঁড়া কাটল তৃণমূল ও কৃষ্ণ কল্যানীর।
রায়গঞ্জ লোকসভা ও বিধানসভা কেন্দ্রে সেভাবে কখনও দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে রায়গঞ্জ আসন নিজেদের দখলে নিল তৃণমূল। প্রায় ৫০ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। প্রায় ১ মাসের ব্যবধানে ৪৭ হাজারে পিছিয়ে থাকা থেকে ৫০ হাজারে জয়! জয়ের এই রসায়ন নিয়ে কিছুটা হলেও বিস্মিত রাজনৈতিক মহল।
আরও পড়ুন- WB By Election Results 2024: মতুয়া সমাজেও ‘ব্রাত্য’ হতে শুরু করল BJP? উপনির্বাচনের ফলে উঠল প্রশ্ন
বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা এলাকায় ৪২,২০২ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের থেকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয় পায় ২০,৭৪৮ ভোটের ব্যবধানে। সদ্য লোকসভা নির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী বিজেপি প্রার্থীর থেকে ৪৬,৭৩৯ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন।
পর পর তিন তিনটে নির্বাচনেই ব্যাপক ভোটে পিছিয়ে ছিল ঘাসফুল শিবির। অবশেষে উপনির্বাচনে জয় হাসিল করতে সক্ষম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। এই প্রথমবার রায়গঞ্জ আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস।