Thunderstorms and rains forecast for South Bengal districts on Wednesday and Thursday: এর আগের সপ্তাহের শুরু থেকে রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপমাত্রা বাড়ছিল। তবে এবার ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিরাট হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সবকিছু ঠিকঠাক চললে আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হবে। বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে শুধু বৃষ্টিই নয়, একাধিক জেলায় আগামীকাল ও আগামী পরশু বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তারই জেরে দাবদাব থেকে বেশ খানিকটা স্বস্তি মিলতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছ, এই ঝড়-বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ নামবে। গরমজনিত অস্বস্তি খানিকটা হলেও কমবে।
আরও পড়ুন- Rajib on Suvendu: 'হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু?', '২৬-এ BJP-কে নিশ্চিহ্ন করার ডাক রাজীবের
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই তেমন কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী চার-পাঁচদিন রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।