Rajib Banerjee attacks Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এবার তীব্র আক্রমণ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। "হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু?", মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠকের পর এভাবেই বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 'হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ', শুভেন্দুর এই মন্তব্যেরও তুমুল সমালোচনা করেছেন শাসকদলের এই নেতা।
গতকাল রেড রোডে ইদের নামাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সংক্ষিপ্ত ভাষণে BJP-কে নিশানা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন,"জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঢাল করে তুমুল সমালোচনায় সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, "হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছেন ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ।" এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পাল্টা সমালোচনা ধেয়ে এসেছে তৃণমূলের থেকেও। দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদায়। সেখানে ব্রাহ্মণ ও পুরোহিতদের সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
আরও পড়ুন- West Bengal News Live: কলকাতায় হুলস্থূল, যাদুঘরে বোমাতঙ্ক, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়
তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ও ( শুভেন্দু অধিকারী ) নিষিদ্ধ করার কে? ওকে কে দায়িত্ব দিয়েছে? ও কি এত বড় নেতা হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওপরে? আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু রাস্তায় যখন নামব তখন আমাদের ধর্ম মানব ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইসকনে গিয়ে রথের দড়ি টানেন তখন একথা বলেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্চে যান তখন একথা বলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হওয়া হত না। '২৬-এ শুভেন্দু-সহ বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।"
আরও পড়ুন- Newtown: নিউটাউনে টোটোচালক খুনে চাঞ্চল্যকর মোড়! নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল জানেন?