Kolkata Weather Today: আবহাওয়ার হঠাত বদল, তুমুল বৃষ্টি জেলায় জেলায়, আদৌ গরম কমবে? কী বলছে হাওয়া অফিস?

west bengal imd Weather Update 20 may: আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি ছিল।

west bengal imd Weather Update 20 may: আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast west bengal,west bengal weather, west bengal weather today, west bengal weather now, ajker weather west bengal, west bengal weather temprature, west bengal weather in april, kolkata weather, Kolkata weather update, Kolkata weather 20 june, Kolkata temperature, current weather, Kolkata climate, weather forecast, bengal weather,bengal weather news, bengal weather forecast, bengal weather news today, kolkata weather today, kolkata weather now, Ajker Kolkata weather,monsoon,আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ,পশ্চিমবঙ্গের তাপমাত্রা,কলকাতার আবহাওয়া,কলকাতার ওয়েদার আপডেট,কলকাতার তাপমাত্রা,আবহাওয়ার পূর্বাভাস,বাংলার আবহাওয়া,বাংলার আবহাওয়ার খবর,বাংলার আবহাওয়ার পূর্বাভাস,আজ বাংলার আবহাওয়ার খবর,আজকের কলকাতার আবহাওয়া

Rainfall Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

Today Kolkata Weather IMD: বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় জ্বালাপোড়া গরম থেকেই সাময়িক হলেও স্বস্তি মিলেছে দক্ষিণ বঙ্গের বাসিন্দাদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে "আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে"। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি ছিল। 

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী ২২ মে পর্যন্ত বাংলার বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়া। 

'৮ হাজার অযোগ্যদের থেকে ৮০০ কোটি', যোগ্য চাকরিহারাদের আন্দোলনের মাঝেই 'বোমা ফাটালেন' দিলীপ

উত্তরবঙ্গের কিছু অংশে, বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। 

Advertisment

এছাড়াও, উত্তর বঙ্গের বেশ কিছু জেলায় - যেমন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং - ২১ মে পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বিচ্ছিন্ন স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার সাথে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে। 

পাক গুপ্তচর জ্যোতির বাংলা যোগ ! কার সঙ্গে যোগাযোগ, কোন কোন স্থানে ভ্রমণ? নজর NIA-এর

বৃষ্টির জেরে তিলোত্তমা মহানগরীর তাপমাত্রাও আগের চেয়ে কমেছে। আজও কলকাতা শহরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

weather Alipore Weather Office