Advertisment

Tiger Straying in Sundarbans: হঠাৎ বাসন পড়ার শব্দ! বাইরে বেরিয়েই চোখ কপালে, সামনে দাঁড়িয়ে প্রকাণ্ড বাঘ!

Tiger Straying in Sundarbans: হঠাৎ বাসন পড়ার শব্দ! বাইরে বেরিয়েই চোখ কপালে! বারান্দায় দাঁড়িয়ে প্রকাণ্ড এক জন্তু ! আলো জ্বালাতেই দে দৌড়! ভালো করে লক্ষ্য করে দেখতে পাই বাঘের পায়ের নখের আঁচড়। একথা বলতে বলতেই ভয়ে গলা কেঁপে উঠল দেবিকা গিরির।

author-image
IE Bangla Web Desk
New Update
Jhargram News,royal bengal tiger,belpahari,tiger,west bengal news,ঝাড়গ্রাম,বেলপাহাড়ি, বাঘ

Royal Bengal Tiger: প্রতীকী ছবি।

Tiger Straying in Sundarbans:  হঠাৎ বাসন পড়ার শব্দ! বাইরে বেরিয়েই চোখ কপালে, বারান্দায় দাঁড়িয়ে প্রকাণ্ড এক জন্তু ! আলো জ্বালাতেই দে দৌড়! ভালো করে লক্ষ্য করে দেখতে পাই বাঘের পায়ের নখের আঁচড়। একথা বলতে বলতেই ভয়ে গলা কেঁপে উঠল দেবিকা গিরির। 

Advertisment

ফের দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে বাঘের আতঙ্ক। কোস্টাল থানা এলাকার গুড়গুড়িয়া এলাকার দেবীপুরে স্থানীয় জন্মেজয় গিরির বাড়ির বারান্দায় দাপিয়ে বেড়াল প্রকাণ্ড বাঘ। দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া! এর পাশাপাশি বাড়ির পাশের জঙ্গলে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। আতঙ্কে থরহরি কম্প দশা পরিবারের সদস্যদের। অভিযোগ এর আগেও একবার একাধিকবার গ্রামে বাঘ এসেছে। বনদপ্তরের কাজে অসন্তুষ্ট গ্রামবাসীরা।

গৃহকর্ত্রী দেবিকা গিরি বলেন হঠাৎ বাসন পড়ার শব্দ শুনে বাইরে এসে দেখি একটা প্রকাণ্ড জন্তু পালিয়ে যাচ্ছে, আলো জ্বালিয়ে দেখতে পাই বাঘের পায়ের নখের আঁচড়। এর আগেও গ্রামে একাধিকবার বাঘ প্রবেশ করেছে। বনদপ্তরের কাজে রীতিমত অসন্তুষ্ট গ্রামের মানুষজন।  

Tiger
Advertisment