scorecardresearch

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে মৃত্যু মহিলার

৩৭ বছরের আম্বাজান খাতুনের ওপর মঙ্গলবার সকাল ১১টার সময় বাঘের হামলা হয়। ঠাকুরান খাঁড়ির কাছে এই ঘটনা ঘটে।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হাতে মৃত্যু মহিলার
প্রতীকী ছবি

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সুন্দরবনের কুলতলি এলাকায় ঘটনাটি ঘটে। জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।

৩৭ বছরের আম্বাজান খাতুনের ওপর মঙ্গলবার সকাল ১১টার সময় বাঘের হামলা হয়। ঠাকুরান খাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। দলের বাকিরা লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করলে আম্বাজান খাতুনের দেহ ফেল পালিয়ে যায় বাঘটি। দলের সদস্যদের মধ্যে আম্বাজানের স্বামী আয়েন মোল্লাও ছিলেন। দলের বাকি সদস্যরা অক্ষত আছে।

সুন্দরবনের এসব গ্রামে জলই এবার ভোটের ইস্যু

সোমবার পিরখালি-২ অঞ্চলের ম্যানগ্রোভ বনভূমিতে বনলতা দেবি নামে আরেক মহিলাকে টেনে নিয়ে যায় বাঘ। মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই মহিলাও কাঁকড়ার খোঁজেই জঙ্গলে গিয়েছিলেন। বনলতা দেবির ছেলে এবং আরও দু’জন সদস্য বনলতা দেবির সঙ্গেই ছিলেন। তাঁরাই বন দফতরে খবর দেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tiger kills crab catcher in sunderbans another woman untraced