Advertisment

TMC VS CPIM: কী এমন ঘটল ডায়মন্ড হারবারে? অভিষেকের দলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ সিপিএমের!

Lok Sabha Polls 2024: অভিযোগের জবাবে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার কী বলেছেন?

author-image
Joyprakash Das
New Update
TMC accused of erasing the wall written in name of CPIM candidate Pratikur Rahaman in Diamond Harbour lok sabha election 2024 , ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমানের নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসেরর বিরুদ্ধে

Election 2024: ডায়মন্ডের ডুয়েলে প্রতীকুরের নিশানায় অভিষেকের অনুগামীরা!

Pratikur Rahaman VS Abhishek Banerjee At Diamond Harbour Lok Sabha Constituency: ডায়মন্ড হারবারে অন্যদের থেকে অনেকটা দেরি করে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এদিকে সিপিএম ও আইএসএফের মধ্যে আসন নিয়ে বোঝাপড়াও হয়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে কাস্তে হাতুড়ি প্রতীকে লড়াই করছেন প্রতীকুর রহমান। বাইক, স্কুটি, টোটো, অটো. বাসে প্রচার সারছেন বাম যুব নেতা। প্রতীকুরের অভিযোগ, ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধ শতাধিকের বেশি দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। এমনকী যে ভাড়া গাড়িতে তিনি প্রচার করছিলেন সেই গাড়ির চালককেও হুমকি দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস প্রতীকুরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। এমন কাজ তৃণমূল কংগ্রেস করতে পারে না বলে দাবি করেছেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার।

Advertisment

সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানের অভিযোগ, "ডায়মন্ড হারবার বিধানসভা এলাকাতেই প্রায় অর্ধ শতাধিক নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন মুছে দিয়েছে। এর মানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আমাদের ঝান্ডা জ্বালিয়ে দিয়েছে। আমি যে ভাড়া গাড়ি করে প্রচার করছিলাম সেই গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়েছে। সে আর আমার গাড়ি চালাচ্ছে না। এখন বাইক, টোটো, অটোতে, ট্রেনে, বাসে ঘুরে প্রচার করছি। এটাই ডায়মন্ড হারবার মডেল! লোকসভার প্রার্থীকে আটকাচ্ছে, এখানকার কোনও খবর যাতে বাইরে না যায়।" কেন তৃণমূল এই কাজ করছে? তার ব্যাখ্যা দিতে গিয়ে সিপিএম প্রার্থী বলেন, "মোদ্দা কথা মানুষের কন্ঠস্বর রোধ করতে চাইছে। প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আসছে। লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে তৃণমূল। আমরা আইনি পদক্ষেপ করব।"

আরও পড়ুন- Dilip Ghsoh: হনুমান জয়ন্তীতে গদা হাতে প্রচার দিলীপের! ব্যাট হাতে কীর্তিকে প্যাকিংয়ের হুঙ্কার

সিপিএম প্রার্থীর দেওয়াল লিখন মোছার অভিযোগের জবাবে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার বলেন, "এটা ঠিক কথা নয়। কারা মুচছে আমি জানি না। কেন মুছবে? ভোট হবে যে ভোট পাবে পাবে, না পাবে না পাবে। আমাদের দল এর সঙ্গে সংযুক্ত হতে পারে না।" প্রতীকুরের অভিযোগ, গাড়ির চালককে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এক্ষেত্রে তৃণমূল বিধায়কের বক্তব্য, "আমি নিজেও এসব একেবারে পছন্দ করি না। আমি বিশ্বাস করি আমাদের ছেলেরা এই কাজ করতে পারে না। নির্বাচন কমিশনে অভিযোগ জানাক।"

আরও পড়ুন- Dev: দেবকে দেখে বিমানবন্দরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! পাল্টা সাংসদ যা করলেন সবাই দেখে হতবাক

ইতিমধ্যে উত্তরবঙ্গের তিন কেন্দ্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে নির্বাচন সম্পন্ন। আগামী ২৬ এপ্রিল ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। একেবারে শেষ দফায় ১ জুন ডায়মন্ড হারবারে নির্বাচন। এখনই অভিযোগ, পাল্টা জবাবে শোরগোল পড়ে গিয়েছে ডায়মন্ড হারবারে।

abhishek banerjee Diamond Harbour tmc bjp loksabha election 2024 Pratikur Rahaman
Advertisment