Advertisment

'তৃণমূলী বউ' ভোটে হারতেই চটে লাল ছেলে! 'বিজেপি বাবা'কে গলা টিপে খুনের অভিযোগ

বিজেপি কর্মী বৃদ্ধের দেহ উদ্ধারে রপর এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
tmc activist son accused of murdering bjp supporter father

মৃতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: মধুমিতা দে।

পঞ্চায়েত ভোটে হেরে বিজেপি কর্মী হিসেবে পরিচিত বৃদ্ধ বাবাকেই নৃশংসভাবে খুনের অভিযোগ। কাঠগড়ায় ছেলে ও তৃণমূল প্রার্থী ছেলের বউ। রবিবার সকালে বাড়ি থেকেই বিজেপি কর্মী বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  মালদহের বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের কন্যাদিঘী গ্রামের ঘটনা।

Advertisment

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদনাবতী গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকার পরাজিত তৃণমূল প্রার্থী তথা মৃতের পুত্রবধূ শর্মিলা মার্ডিকে আটক করেছে পুলিশ। কিন্তু সেই সময় উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের কাছ থেকে ওই তৃণমূল প্রার্থীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ।

এমনকী গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর ওই এলাকায় পৌঁছায় আধা সামরিক বাহিনীর একটি বিশাল টিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- সামনের ১৪ দিনে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক, আগে দেখে নিন ছুটির তালিকা!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম বুড়ন মুর্মু (৬০)। মৃতের অভিযুক্ত ছেলের নাম বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডি। মৃত বুড়ণ মুর্মু এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। এদিন ওই বৃদ্ধের দেহ তাঁর শোওয়ার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ওই বৃদ্ধের মুখে এবং মাথায় রক্ত লেগেছিল। শরীরেও ব্যাপক আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মারধর করার পাশাপাশি শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে ওই বৃদ্ধকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর আসনে ওই বৃদ্ধের পুত্রবধূ শর্মিলা মার্ডি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী জয়ন্তী মূর্মুর কাছে শর্মিলা মার্ডি মাত্র ৫৬ ভোটে পরাজিত হন। এরপর বুড়ণ মূর্মুর ওপর অত্যাচার শুরু করে তাঁর ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডি। তাঁদের বৃদ্ধ বাবা বিজেপির কর্মী হিসেবে গ্রামে প্রচার চালিয়েছিলেন। ভোটে হারার পর থেকে বাবর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে ছেলে ও ছেলের বউয়ের।

আরও পড়ুন- এ কীর্তির সব প্রশংসাই যেন কম! ভ্যানচালকের মেয়ের বিয়ের এলাহি আয়োজনে অনন্য উদ্যোগ!

অভিযোগ, ওই বৃদ্ধকে বেধড়ক মারধর করেছে তাঁর ছেলে ও ছেলের বউ। ওই বৃদ্ধকে মারধরের পাশাপাশি শ্বাসরোধ করে খুন করার পর শোওয়ার ঘরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় মৃতের ছেলে বিপ্লব মুর্মু এবং পুত্রবধূ শর্মিলা মার্ডির বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'আমাদের দলের ওই প্রবীণ কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর ছেলে এবং পুত্রবধূ মিলে খুন করেছে। যেহেতু শর্মিলা মার্ডি তৃণমূলের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন, তাই বদলা নিতেই বুড়ন মুর্মুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত ওই দুজনকে যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় তারও দাবি জানানো হয়েছে।'

আরও পড়ুন- মারকাটারি বৃষ্টিতে তুফানি মেজাজ! আজ থেকেই বর্ষার তুমুল রূপ দেখবে কোন কোন জেলা?

তৃণমূলের জেলার সহ সভাপতি বাবলা সরকার বলেন, 'এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা নিতান্তই পারিবারিক বিষয়। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।'

বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃত বৃদ্ধের পুত্রবধূ শর্মিলা মার্ডিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত ছেলে বিপ্লব মর্মু পলাতক। তার খোঁজে পুলিশ।

tmc bjp Murder West Bengal Maldah
Advertisment