/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/women-torture.png)
প্রতীকী ছবি।
মালদায় দুই আদিবাসী মহিলাকে প্রকাশ্য বাজারে বিবস্ত্র করে জুতোপেটার ঘটনায় বিতর্ক চলছে রাজ্যজুড়ে। বিজেপি, সিপিএম, কংগ্রেস এই ঘটনায় তেড়েফুঁড়ে আক্রমণ করেছে বাংলার সরকারকে। মালদার ঘটনায় তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য নেতা দেবু টুডু বলেন, 'যাঁরা করেছে এটা অন্যায় করেছে। আদিবাসী মহিলাকে চোর বলে মারধর করাটাই অন্যায়। বিবস্ত্র তো পরের কথা। বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচার ভারতের যেখানেই হোক তা আপত্তিকর। দলের নেতা হিসেবে ব্যবস্থা নেব। নিশ্চয় প্রশাসনও ব্যবস্থা নেবে।' তবে যাঁরা মণিপুরের ঘটনার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলছেন তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেছেন বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি।
২১ জুলাই ধর্মতলার মঞ্চে মণিপুরে 'ইন্ডিয়া' জোটের প্রতিনিধি যাওয়ার ব্যাপারে কথা চলছে বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সর্বভারতীয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, 'মালদার ঘটনায় কেন চুপ রাজ্য সরকার? জোটের নেতারা কেন বাংলা নিয়ে চুপ?'
মণিপুরে দুই আদিবাসী মহিলার ওপর নক্কারজনক অত্যাচারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশ ছাড়িয়ে বিদেশেও। সোচ্চার সারা দেশ। হাওড়ার পাঁচলার ঘটনা বলতে গিয়ে গতকাল, শুক্রবার হাউমাউ করে কেঁদেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার স্মৃতি ইরানি থেকে অনুরাগ ঠাকুর ও বঙ্গ বিজেপির নেতৃত্ব মালদার ঘটনা নিয়ে মমতা সরকারকে তুলোধোনা করেছে।
আরও পড়ুন- মালদহে আদিবাসী মহিলাকে নগ্ন করে মার! মমতার সরকারকে বিঁধে সোচ্চার বিরোধীরা!
শনিবার বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মণিপুরের ঘটনা নিয়ে বারে বারে আঘাত করছে যাঁরা, তাঁরা নিজেদের ঘর সামলাতে পারছে না। মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আগে মালদা যান, মণিপুর অনেক দূর। বাংলার মেয়েদের জন্যও মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। মণিপুরের থেকে পাঁচলা, বামনগোলার ঘটনা লঘু করে দেখানো হচ্ছে। আগে বাংলা দেখুন পরে মণিপুর, গোয়া দেখবেন।'
আরও পড়ুন- মালদহে আদিবাসী মহিলাদের বিবস্ত্র করে মারধর! দুরন্ত কায়দায় পুলিশের জালে ৫
এদিকে, তৃণমূল কংগ্রেস মনে করছে, মণিপুর থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে বিজেপি। মণিপুরের ঘটনার সঙ্গে বাংলার তুলনায় চরম ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের এসটি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেবু টুডু বলেন, 'যাঁরা তুলনা করতে চাইছেন তাঁদের ভারতবাসী বলে মনে করি না। আদিবাসী বিরোধী তাঁরা। আদিবাসী মায়েদের ধর্ষণ করে ঘোরানো হচ্ছে এটাকে অন্য বিষয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? গোটা পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি। যাঁরা বলছে তাঁরা জানোয়ার, অসভ্য। তাঁদের উলঙ্গ করে ঘোরাব।' তবে মালদার ঘটনায় চরম অপরাধ হয়েছে বলে মনে করেন দেবু টুডু। তিনি জানিয়েছেন, ওই ঘটনার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।