scorecardresearch

দ্বন্দ্ব রুখতে মাস্টারস্ট্রোক তৃণমূলের, এই প্রথম মহিলা চেয়ারপার্সন পেল খড়গপুর

এই প্রথম খড়গপুর পুরসভার দায়িত্বে আনা হল কোনও মহিলাকে।

tmc announce kalyani ghosh's name as chairperson of kharagpur municipality
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এর আগে খড়গপুরের পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন প্রদীপ সরকার।

এই প্রথম খড়গপুর পুরসভার দায়িত্বে আনা হল কোনও মহিলাকে। খড়গপুর পুরসভার নতুন চেয়ারপার্সন হলেন কল্যাণী ঘোষ। এর আগে খড়গপুরের পুরপ্রধান ছিলেন প্রদীপ সরকার। দলের নির্দেশে গত সাড়ে তিন মাস আগে তিনি ইস্তফা দিয়েছিলেন। মঙ্গলবার খড়গপুর পুরসভার চেয়ারপার্সন পদে কল্যাণী ঘোষের নাম ঘোষণা করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। এদিন জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকের পর খড়গপুরের নতুন পুরপ্রধান হিসেবে কল্যাণী ঘোষের নাম ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, দ্বিতীয়বার খড়গপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রদীপ সরকারের বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলররা অনাস্থা এনেছিলেন। তাঁর কাজের ধরন নিয়ে দলের অন্দরেই সমালোচনার ঝড় উঠেছিল। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ইস্তফা দিতে বাধ্য হন প্রদীপ সরকার। তাঁর ইস্তফা দেওয়ার পরেও টানা প্রায় সাড়ে তিন মাস ধরে খড়গপুরের পুরপ্রধানের পদটি খালি ছিল।

আরও পড়ুন- আগুন ঝরাচ্ছে সূর্য, ভেঙে যাবে অতীতের সব রেকর্ড? আর কত চড়বে পারদ?

এবার সেই পদে আনা হল খড়গপুর পুরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী ঘোষকে। কাউন্সিলর হিসেবে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে কল্যাণীদেবীর। ৫ বারের কাউন্সিলর কল্যাণী ঘোষও নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়ে সবাইকে নিয়ে আগামী কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc announce kalyani ghoshs name as chairperson of kharagpur municipality