Dev TMC Clash Ghatal: দেবের সামনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল, হাতাহাতিতে লঙ্কাকাণ্ড ঘাটালে। শিশুমেলার আয়োজন ঘিরে মিটিং চলাকালীন ধুন্ধুমার। দেবের সামনেই ঘটল হাতাহাতির ঘটনা।
সাংসদ-অভিনেতা দেবের সামনেই শাসকদলের গোষ্ঠী কোন্দলের বেনজির ছবি। দেব-শংকর অনুগামীদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম। তৃণমূল সাংসদের সামনেই চলল কিল, চড়, ঘুষি, লাথি। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দুলুইয়ের অনুগামীদের হাতাহাতি। ঘাটাল স্টেডিয়ামে চরম উত্তেজনা। কোনমতে দেহরক্ষীদের ঘটনাস্থল ছাড়েন সাংসদ দেব।
মমতার হুঁশিয়ারি, 'অ্যাকশনে' নামতেই রাজ্যে অস্ত্রভাণ্ডারের হদিশ STF-এর
শিশুমেলার রাশ কার হাতে থাকবে? এই নিয়েই লঙ্কাকাণ্ড ঘাটালে। বৈঠকের শুরুতেই তৃণমূল সাংসদ দেবের সামনেই লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লেন শাসক দলের দুই গোষ্ঠীর সমর্থকরা। জানা গিয়েছে মেলার রাশ কার হাতে থাকবে তা নিয়েই গোলমালের সূত্রপাত। দুই শাসক নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝরল রক্ত। প্রশ্ন উঠেছে এত লাঠি, রড কেন মজুত করা হল? তাহলে কী আগে থেকেই হামলার পরিকল্পনা করা হয়? উঠেছে প্রশ্ন।
সরকারি টাকায় বাড়ি আলোয়-আলো! শাসক বিধায়কের শাশুড়ির আজব সাফাই...
গত বছর দেব-শঙ্কর যৌথভাবে এই মেলার দায়িত্বে ছিলেন। কিন্তু এবছর মেলা নিয়ে দিন কয়েক আগেই বৈঠক করেন শঙ্কর দলুই। সেই বৈঠকে দেবকে ডাকা হয়নি বলেও খবর। এমনকী মেলা কমিটি থেকেও দেবকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও মেলাটি অরাজনৈতিক। তবে দেব-শঙ্কর অনুগামীদের হাতাহাতিতে শিশুমেলায় লাগল রাজনীতির রঙ। ইতিমধ্যে গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।
ঘটনা নিয়ে দেবের প্রতিক্রিয়া
সাংবাদিকদের সামনে গোটা ঘটনা নিয়ে সাংসদ-অভিনেতা দেব বলেন, "আজকের ঘটনা দুঃখজনক! আমি শান্তি বজায় রাখার সব সময় চেষ্টা করেছি। আজ যেটা ঘটেছে তা আমাদের সবাইকে ভাবাচ্ছে। মেলা হবে। কোন সাধারণ ঘটনার জন্য মেলা বন্ধ কখনই হবে না। আমার রাজনীতিতে আসার কারণ ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের রাজনীতির এই চরিত্র নয়। প্রশাসনের কী ভূল ছিল ভিতরে লাঠি রাখা ছিল কেন প্রশাসন অ্যাকশন নেয় নি সেটা প্রশাসন জবাব দেবে। যাকে যা জানানোর জানিয়েছি। সাংসদ হিসাবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলার"।