Advertisment

দু'দুটো কেন্দ্রীয় রিপোর্টে একশোয় ১০০ বাংলা! গভীর অভিসন্ধি দেখছে বঙ্গ বিজেপি

কেন্দ্রীয় রিপোর্টে রাজ্যের 'সুখ্যাতি', বিজেপিকে তুমুল আক্রমণে তৃণমূল।

author-image
Joyprakash Das
New Update
TMC criticizes BJP for recognizing WB govt in two central government reports

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দু'দুটো কেন্দ্রীয় রিপোর্ট নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কড়া আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। লোকসভায় তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা দেশে ১০ লক্ষের ওপর ভুয়ো জব কার্ডের কথা জানিয়েছিলেন। সেই রিপোর্টে পশ্চিমবঙ্গের সংখ্যা ৫,৬৫১। ৩ লক্ষের বেশি থেকে শীর্ষে উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্য। পাশাপাশি এনসিআরবির রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে কলকাতা সব থেকে নিরাপদ শহর। স্বভাবতই এই দুই রিপোর্টে তৃণমূল কংগ্রেস বেজায় খুশি। বিজেপিকে আক্রমণ করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি, সম্পূর্ণ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট প্রকাশ হয়েছে। যে রিপোর্ট দিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রীর বয়ানকে হাতে নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, 'কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে ১০০ দিনের জব কার্ডে। পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে তুলনামূলক অনেক কম দুর্নীতি হয়েছে।' এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'প্রথমত উত্তরপ্রদেশ বড় রাজ্য। তাছাড়া এই দুর্নীতি হয়েছে অখিলেশের সময়। সেখানে দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, টাকা আদায় করা হয়েছে। এখানে এমন কোনও নজির আছে? এই সরকার কোনও ব্যবস্থা তো নেয়নি বরং যারা দুর্নীতি করেছে তাদের পাশে দাঁড়িয়েছে। এখানে ভুয়ো জব কার্ডের যে সংখ্যা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা। একেবারেই ভিত্তিহীন তথ্য।'

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-এ দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা। এই রিপোর্ট নিয়েও তৃণমূল কংগ্রেস হইচই করেছে। অগ্নিমিত্রা পলের বক্তব্য, 'এনসিআরবি সেই তথ্যই তুলে ধরে যে ডেটা রাজ্য সরকার তাদের দেয়। যার ভিত্তি হচ্ছে এফআইআর। আজ সবাই জানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের এফআইআর নিতে চায় না পুলিশ, কোনও অভিযোগ নেওয়া হয় না। সেখানে তো এই রিপোর্টই আসবে। সারা পৃথিবীতে এই রকম প্রতিযোগিতা হলে বিশ্বেও কলকাতা প্রথম হবে। আমরা দেখতে পাচ্ছি সকাল বা দিনে দুপুরে কলকাতায় কুপিয়ে মারছে। চিৎপুর, ভবানীপুর, বেহালা, কসবা, চিংড়িঘাটায় খুনের ঘটনা ঘটছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিও চলছে শহরে। এগুলি কি আইন-শৃঙ্খলতার মধ্যে পড়ে না?'

আরও পড়ুন- বিস্ময় বালকের অতুলনীয় কীর্তি! অদম্য ইচ্ছাশক্তিতেই ঝুলিতে শ্রেষ্ঠত্বের শিরোপা, বাংলার মুখ উজ্বল

রাজ্য সরকার তথ্য চাপা দেয় বলে অভিযোগ বিরোধীদের। নানা দাবি আদায়ে দিল্লিতে বিক্ষোভ দেখালেও কেন্দ্রীয় স্বীকৃতির ওপর জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কের দাবি, 'রাজ্য সরকারের পাঠানো মিথ্যে তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেলে নাচছে আর যখন কেন্দ্রীয় সরকার বলছে ৪ হাজার কোটি টাকা মিড ডে মিলে চুরি করেছে। হিসেব দাও, তদন্ত হবে। তখন বলছে কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় সরকার যখন স্বীকৃতি দিচ্ছে তখন খুশি, আর যখন কেন্দ্রীয় প্রকল্পে চুরির কথা বলছে তখন গাত্রদাহ হচ্ছে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। প্রথম থেকেই তথ্য চাপার চেষ্টা করে এই সরকার। সে ডেঙ্গি হোক বা করোনা। এটাই এই সরকারের ট্রেন্ড।'

আরও পড়ুন- premium: এক পায়ে বিশ্বজয়ে মরিয়া! ম্যারাথনের পর লক্ষ্য এভারেস্ট জয়, অর্থ সংস্থানে উদয়ের ভরসা ফুড ডেলিভারি

West Bengal bjp tmc
Advertisment