Lok Sabha Election 2024 Exit Poll: খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের ছোট-বড় নেতৃত্ব যখন এক্সিট পোল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, তখন জোড়াফুলেরই লোকসভার প্রার্থী জানিয়ে দিলেন ৪ জুন কে কত আসন পেতে চলেছে। তিনি টুইটে স্পষ্ট লিখেছেন, তৃণমূল ৩০-এর নীচে আসন পাচ্ছে। বলে দিয়েছেন বিজেপি ও কংগ্রেস কত আসন পেতে পারে। তাঁর এই টুইট নিয়ে তৃণমূল কংগ্রেসে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বেশির ভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে দিল্লিতে ক্ষমতা পাচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিজেপি। এরাজ্যেও বিজেপির ভালো ফল হবে বলে অভিমত প্রকাশ করা হয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়।
এই এক্সিট পোল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস দাবি করেছে গোদী মিডিয়া এই এক্সিট পোল করেছে। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ৪ জুন গণনাতে প্রমাণ হয়ে যাবে এক্সটি পোল ভুলে ভরা। এমনকী দলের কাউন্টিং এজেন্টদের এক্সিট পোল দেখে বিভ্রান্ত না হওয়ার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেই পরিস্থিতিতে এক্সিট পোল নিয়ে পার্টি লাইনের বাইরে গিয়ে ফল ঘোষণা নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এমনই অভিমত দলের একাংশের।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে এরাজ্যে কে কত আসন পেতে পারে তা জানা যাবে ৪ জুন। তৃণমূল প্রার্থী টুইট করে জানিয়ে দিয়েছেন কোন দল কটা আসন পেতে পারে। এমনকী এসেসমেন্টে কত শতাংশ ভোট পেতে পারে তাও জানিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী। দেবাংশু ভট্টাচার্য টুইটে লিখেছেন, রাজ্যের ৪২টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ২৫ থেকে ২৭টি আসন পেতে পারে। শতাংশের হিসাবে ৪৪-৪৬% ভোট পাবে। বিজেপি পেতে পারে ১৪-১৬টি আসন। ৪০-৪২ শতাংশ ভোট পাবে পদ্মশিবির। কংগ্রেস ও বাম জোট পাবে ১টি আসন। এই জোট পাবে ৯-১১ শতাংশ ভোট। অন্যরা ৩-৫ শতাংশ ভোট পেলেও কোনও আসন পাবে না।
আরও পড়ুন- পর্যটকদের স্বার্থে বাংলায় অভূতপূর্ব উদ্যোগ! নগদ টাকা ছাড়াই বেড়ানোর দুরন্ত ব্যবস্থা চালু
রবিবার অনেক রাতে দেবাংশুর টুইটকে কেন্দ্র করে দলের মধ্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এই টুইটেই কমেন্ট করে এক তৃণমূল সমর্থক লিখেছেন, দলের লাইনের বাইরে গিয়ে কথা বলছেন দেবাংশু। এমন টুইট তাঁর কাছ থেকে আশা করা যায় না। মোদ্দা কথা তৃণমূল নেত্রী থেকে দলের নেতৃত্ব ও মুখপাত্ররা প্রত্যেকেই এক্সিট পোলের বিরোধিতা করেছেন।
কুণাল ঘোষ প্রথম থেকে তৃণমূল ৩০-৩৫টি আসন পাবে বলে দাবি করে আসছেন। সেক্ষেত্রে দেবাংশু নিজের দলকেই দিয়েছেন ২৫-২৭টি আসন। তাঁর ঘোষণা অনুযায়ী ৩০-এর কোটায় যাচ্ছে না তৃণমূল। আগামিকাল মঙ্গলবারই জানা যাবে কার অনুমান কতটা ঠিক। আদৌ কোন দল কত আসন পেতে পারে।