Advertisment

Durgapur Clash: DYFI-TMC সংঘর্ষ-বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর!

Durgapur Clash: সিপিএমের দলীয় কার্যালয়ে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Durgapur

সিপিএমের দলীয় কার্য্যালয়ে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

Durgapur Clash: বিজেপির ডাকে গতকাল ছাত্রদের উপর পুলিশি হামলা ও আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে সকাল ৬ টা থেকে শুরু হয় ১২ ঘন্টার বাংলা বন্ধ। সকাল থেকে বন্ধকে কেন্দ্র করে দফায় দফায় চলে অশান্তি। এর মাঝে সিপিএমের দলীয় কার্য্যালয়ে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। যদিও হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।  

Advertisment



আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এরই মাঝে দুর্গাপুরে গান্ধী মোড় থেকে এইচডিএম অফিস পর্যন্ত ডি-ওয়াইএফআই এর মিছিল লক্ষ্য করে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।   

ডি-ওয়াইএফআই কর্মীদের অভিযোগ, মিছিলটি ডিএমসি মোড় আসার পর তৃণমূলের গুণ্ডাবাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় বেশ কয়েকজন ডি-ওয়াইএফআই কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খায় বলে জানা গিয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ সিটি সেন্টারের কাছে সিপিআইএলের দলীয় কার্য্যালয় 'বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনে'ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমাবাজি করে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। যদিও হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। 

[ IMA: 'অ্যাকশনে' IMA, আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ ]

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত এবং দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। 

Durgapur DYFI TMCP
Advertisment