/indian-express-bangla/media/media_files/2025/06/06/oJ7Y2SDPTJvOjDzPUKtI.jpg)
Intra-party fight: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা।
Intra-party fight:তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড! মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু'পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কার্যালয়ে।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা চলছিল বিধায়কের কার্যালয়ে। সেই সময়েই তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা ও মারপিট শুরু হয়ে যায়। সেই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের মধ্যে রঘুনাথগঞ্জ-১ ব্লকের রানিনগর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি খাইরুল ইসলামের ছেলেও রয়েছেন।
জানা গিয়েছে, একটি জায়গা রেকর্ড করা নিয়ে দফরপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মঞ্জুর আলির লোকজনের সঙ্গে রানিনগর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি খাইরুল ইসলামের অনুগামীদের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদের মীমাংসা করার জন্য রঘুনাথগঞ্জে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কার্যালয়ে এসেছিল উভয়পক্ষ।
সেখানে এসেই উভয় পক্ষের বচসা বেধে যায়। এরপর শুরু হয় হাতাহাতি-মারামারি। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। লোহার রড দিয়ে একে অপরকে বেপরোয়াভাবে মারধর করতে দেখা যায়। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- Smart meter: 'স্মার্ট মিটারের নামে রাহাজানি বাংলায়', রাজ্যকে তুলোধোনা অধীরের