Advertisment

Premium: কলকাতার এই এলাকাগুলি চোখে-চোখে রাখছে তৃণমূল, কারণ জানলে তাজ্জব হবেন!

Lok Sabha Election 2024-TMC: সম্প্রতি চেতলায় একটি কর্মী সম্মলনের আয়োজন করেছিল রাজ্যের শাসকদল। সেই সম্মেলনে এব্যাপারে দলের নেতাদের কঠিন নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম-সুব্রত বক্সিরা। শহর কলকাতার ওই ওয়ার্ডগুলিতে সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করে নিয়ে চটজলদি কোমর বেঁধে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে দলের স্থানীয় নেতৃত্বকে। একইভাবে দলের শীর্ষস্তর থেকেও নিয়মিত দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
His wifes income and assets are several times higher than Tmc IPS Prasun Banerjee

Lok Sabha Election 2024: এবারের নির্বাচনে এই তৃণমূল প্রার্থীর নাম-পরিচয় জানলে চমকে যাবেন!

Lok Sabha Polls 2024-Kolkata Dakshin Lok Sabha constituency: লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১৯ এপ্রিল রাজ্যে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার নির্বাচন। দক্ষিণ কলকাতা (Kolkata Dakshin Lok Sabha constituency) লোকসভা কেন্দ্রে নির্বাচন একেবারে শেষ দফায়। আগামী ১ জুন এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কিন্তু তার আগে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ২৬টি ওয়ার্ডে বাড়তি নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।

Advertisment

কলকাতা পুরসভার ৫৮টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের হিসেব ধরলে এই কেন্দ্রের ২৬টি ওয়ার্ডে এগিয়েছিল BJP। তাতেই ঘুম ছুটে যায় শাসকদলের। এবার ওই ওয়ার্ডগুলিতে সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করে কোমর বেঁধে ময়দানে জোড়াফুল শিবির। দক্ষিণ কলকাতা কেন্দ্রে এবারেও তৃণমূলের বাজি মালা রায় (Mala Roy)। এই ওয়ার্ডগুলিতে এবার যাতে মালা রায় লিড পেতে পারেন সেই লক্ষ্যেই ঝাঁপাচ্ছে তৃণমূল (TMC)।

২০১৯-এর লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভা (Bhabanipur) কেন্দ্রে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। এই কেন্দ্রের আওতাধীন কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ নং ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। একইভাবে কসবার ৬৭, ১০৭, ১০৮ নং ওয়ার্ডেও পিছিয়ে ছিল জোড়াফুল। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের আওতাধীন কলাকতা পুরসভার ১১৬, ১১৭ ও ১২৪ নং ওয়ার্ডে গতবার এগিয়েছিল বিজেপি। বেহালা পশ্চিম কেন্দ্রে ১১৮, ১১৯ ও ১৩২ নং ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি।

মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কলকাতা বন্দর কেন্দ্রের আওতাধীন ৭৬, ৭৯ ও ৮০ নং ওয়ার্ডেও বিজেপিই এগিয়েছিল। এছাড়াও রাসবিহারী কেন্দ্রের ৮১, ৮৪, ৮৬, ৮৭ ও ৯৩ নং ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। বালিগঞ্জ কেন্দ্রে গত লোকসভা নির্বাতনের নিরিখে ৬৮, ৬৯ ও ৮৫ নং ওয়ার্জে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। এই সব বিধানসভা কেন্দ্রগুলিই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: BJP-র ‘সুপার হেভিওয়েট’ এই প্রার্থী, একুশের ভোটে তাঁর বাড়ির বুথেই মুখ পুড়েছিল দলের

এবার তাই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের আওতাধীন কলকাতা পুরসভার এই ২৬টি ওয়ার্ডে বাড়তি নজর দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ওয়ার্ডগুলিতে এবারের নির্বাচনে যাতে তৃণমূল প্রার্থী লিড পান সেব্যাপারে দলের স্থানীয় নেতৃত্বকে কঠিন নির্দেশ দিয়েছে জোড়াফুলের শীর্ষ ব্রিগেড। সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে এবার যাতে এই ওয়ার্ডগুলিতে বিজয় নিশ্চিত করা যায় সেব্যাপারে এখন থেকেই নেতা-কর্মীদের ময়দানে নেমে পড়ার বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিরা।

আরও পড়ুন- ED-Sheikh Shahjahan: শাহজাহানের স্ত্রীকে টানা প্রশ্ন, হাতেগরম বিরাট তথ্যে এবার আরও বড় অ্যাকশনে ED?

বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরের ওয়ার্ডগুলিতে বিশেষ নজর দিয়েছেন ফিরহাদ-সুব্রতরা। সম্প্রতি চেতলায় এক কর্মী সম্মলনে এব্যাপারে দলের নেতাদের প্রার্থী মালা রায়ের মার্জিন বাড়ানোর জন্য যথাসাধ্য তৎপরতা নিতে নির্দেশ দিয়েছেন ববি-সুব্রতরা।

tmc bjp Mamata Banerjee loksabha election 2024
Advertisment