Advertisment

Congress-TMC: লোকসভায় বিরোধী সমঝোতা পর্বের শুরুতেই ধাক্কা! স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তে ফুঁসছে তৃণমূল

INDIA Bloc-NDA: অষ্টাদশ লোকসভাতেও ওম বিড়লাকেই স্পিকার পদে বসাতে চায় NDA শিবির। বিজেপির দাবি, স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী জানিয়েছেন, NDA মনোনীত অধ্যক্ষকে তারা সমর্থন করতে রাজি আছেন, যদি NDA তাদের পাল্টা শর্ত মেনে নেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc is upset with the decision of the Congress on the election of Lok Sabha Speaker

রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Congress-TMC: অষ্টাদশ লোকসভার বিরোধী সমঝোতা পর্বের শুরুতেই ধাক্কা। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁদের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর সঙ্গে কোনও রকম আলোচনা করেনি কংগ্রেস। আজ রাহুল গান্ধীকে সংসদের অন্দরে অভিষেকের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, এই ইস্যুতে দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ মনোনয়ন নিয়ে সরগরম হয়ে ওঠে রাজধানী দিল্লি। কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, এই বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে বা বিরোধী অন্য দলগুলির সঙ্গে কোনও রকম আলোচনার পথে হাঁটেনি কংগ্রেস। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তড়িঘড়ি বিষয়টি নিয়ে দলের সাংসদদের নিয়ে তিনি বৈঠকে বসতে পারেন বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, অষ্টাদশ লোকসভাতেও ওম বিড়লাকেই স্পিকার পদে বসাতে চায় NDA শিবির। বিজেপির দাবি, স্পিকার নির্বাচন নিয়ে অযথা রাজনীতি করছে কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী জানিয়েছেন, NDA মনোনীত অধ্যক্ষকে তারা সমর্থন করতে রাজি আছেন, যদি NDA তাদের পাল্টা শর্ত মেনে নেয়।

আরও পড়ুন- Britania Factory Closed: সত্যিই পাততাড়ি গোটাল ব্রিটানিয়া? অমিত মিত্রকে ফোনে কী বললেন সংস্থার কর্তা?

রাহুল গান্ধী জানিয়েছেন, ডেপুটি স্পিকার বিরোধী শিবির থেকেই কাউকে বেছে নিতে হয়, এটাই নিয়ম। এই বিষয়টি যদি NDA মেনে নেয় তাহলে তাদের স্পিকারকে সমর্থনে কোনও সমস্যা নেই। তবে সেটা যদি না হয়, তাহলে NDA-র স্পিকার পদে মনোনীত প্রার্থীকে বিরোধীরা সমর্থন করবে না।

আরও পড়ুন- Mamata Banerjee: লক্ষ্য ২০২৬! গ্রাম তো মুঠোয়, শহরের মন পেতে ‘মাস্টারপ্ল্যান’ রেডি মমতার

তবে গোল বাধে আচমকা কংগ্রেসের স্পিকার পদে কে সুরেশের নাম ঘোষণা নিয়ে। তৃণমূলের দাবি, এব্যাপারে কংগ্রেস তাদের সঙ্গে কোনও রকম আলোচনা করেনি। এমনকী ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গেও কংগ্রেসের এ বিষয়ে কথা হয়নি।

আরও পড়ুন- Congress: বাংলায় কংগ্রেসের ভবিষ্যত সুতোয় ঝুলছে! শিবরাত্রির সলতে হয়ে আর কতদিন জ্বলবেন অধীররা?

NDA শিবিরের তরফে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পিকার নির্বাচন নিয়ে লাগাতার কথা বলে চলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। যে কোনও উপায়ে এ ব্যাপারে সহমতে পৌঁছানোর চেষ্টা করছেন রাজনাথ। তবে স্পিকার নির্বাচন নিয়ে এবার কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের এই উষ্মা এই পর্বে নয়া মাত্রা যোগ করেছে।

abhishek banerjee Loksabha CONGRESS tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment