/indian-express-bangla/media/media_files/2024/10/30/7B4UlRUyNp2FimT7qbrL.jpg)
Kalyan Banerjee & Abhijt Ganguly: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ গাঙ্গুলি।
Kalyan Banerjee criticism of Abhijit Ganguly: আবারও প্রাক্তন বিচারপতি তথা BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রবল সমালোচনায় সরব তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের।
বিচারপতি থাকাকালীন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হয় মামলা। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। সেই মামলাটি লড়ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোমবার সেই মামলার শুনানিতে হাজির হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। BJP সাংসদকে আক্রমণ করে করে বন্দ্যোপাধ্যায় বলেছেন, "তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বারবার বলেছেন যে আইনের খুঁটিনাটির মধ্যে তিনি ঢুকবেন না। দেশের মহান বিচারপতিরা সবসময় আইনের খুঁটিনাটির উপর জোর দিয়ে এসেছেন কারণ তাঁরা এটা ভালো বোঝেন। মধ্য মেধার কোনও বিচারপতির পক্ষে আইনের খুঁটিনাটি বোঝা সম্ভব নয়। এঁরা বিচারপতির চেয়ারেরও যোগ্য নন।"
আরও পড়ুন- Abhijit Gangopadhyay: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি থেকে এল বড় খবর!
এখানেই থেমে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে শ্রীরামপুরের সাংসদ আরও বলেছেন, "আমরা মামলার প্রস্তুতি নিই, বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন পড়াশোনা করেননি? তিনি তো আইপ্যাড পান।"
উল্লেখ্য, এর আগেও একাধিক ইস্যুতে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানাতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাবও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন- Kaliganj bomb attack:কালীগঞ্জে বোমার আঘাতে বালিকার মৃত্যু, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪