/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_2215a6.jpg)
প্রকাশ্যে অত্যাচার
BJP On Chopra incident: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভার নামে যুগলকে প্রকাশ্যে অত্যাচার। উত্তর দিনাজপুরের চোপড়ার হাড়হিম করা ভিডিও ভাইরাল হতেই ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। রাজ্যে যখন নানান জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে তার মধ্যেই এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে সিপিএম, বিজেপি। ঘটনার কথা স্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলকে সালিশি সভায় ডেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক যুবতীকে রাস্তায় ফেলে মারছেন এক ব্যক্তি। চারিদিক অনেক মানুষ ভিড় করে রয়েছে। কিন্তু কেউ কোন প্রতিবাদ করছেন না বা সাহায্যের জন্য এগিয়ে আসছেন না।
আরও পড়ুন : < Howrah Violence: রণক্ষেত্র বাঁকড়া, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, বন্দুক হাতে অবাধে চলল দাপাদাপি >
জানা গিয়েছে, আক্রান্ত ওই তরুণী বিবাহিতা। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই খবর জানাজানি হতেই সালিশি সভার আয়োজন করেন গ্রামের কিছু 'মাতব্বর'। সেখানে আর্থিক জরিমানার পাশাপাশি রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় যুগলকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ স্বতঃপ্রনোদিত হয়ে মামলা রুজু করেছে।
এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হতেই শাসক দলকে নিশানা করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে মমতা সরকারকে নিশানা করেছেন। অপরদিকে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের কালো এক অধ্যায়। 'প্রতিটি গ্রামে একটি করে 'সন্দেশখালি' আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আর্শীবাদ নন বরং অভিশাপ। বাংলায় আইনশৃঙ্খলা একেবারেই তলানিতে ঠেকেছে"। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, "এই ধরণের ঘটনা কোন ভাবে সমর্থন যোগ্য নয়। পুলিশ দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে"।
ভাইরাল এই ভিডিওর প্রেক্ষিপ্তে ইসলামপুর পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন," যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও পুলিশ ইতিমধ্যেই দেখেছেন। এই বিষয়ে পুলিশের তরফে একটি স্বতঃপ্রনোদিত মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ"।