/indian-express-bangla/media/media_files/2025/02/22/ucNRmECD7siv4TMeeMWl.jpg)
Birbhum News: অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর দ্বন্দ্বে তৃণমূল নেতা খুনের অভিযোগ।
Tmc leader allegedly beaten to death in Birbhums Khayrasole: বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠী বিবাদ চরমে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর বিবাদে ফের প্রাণ গেল এক তৃণমূল নেতার, এমনই অভিযোগ বিরোধীদের। এবার কাঁকরতলায় তৃণমূল নেতা শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নিহত নিয়ামুল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর নেতা। অন্যদিকে, তাঁকে খুনের অভিযোগ উঠেছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন খয়রাশোলের কাঁকরতলার তৃণমূল নেতা শেখ নিয়ামুল। ঠিক সেই সময়ে পথে তাঁর বাইক আটকায় বেশ কয়েকজন। ঘিরে ধরা হয় ওই তৃণমূল নেতাকে। তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরেই লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। বেধড়ক মারধরেj জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা শেখ নিয়ামুল। তাঁকে প্রথমে নাকড়াকোন্দা ও পরে সিউড়ি হাসপতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বৈরথ দীর্ঘদিনের। নিহত শেখ নিয়ামুল অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর নেতা। তিনি ছিলেন তৃণমূলেরই কেষ্ট ঘনিষ্ঠ উজ্জ্বল কাদেরির লোক। তাঁর বাড়ি কাঁকরতলা থানার বহড়া গ্রামে। এই উজ্জ্বল কাদেরীর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত স্বপন সেন। অভিযোগ স্বপন আবার কাজল শেখের ঘনিষ্ঠ। এই স্বপনের অনুগামী শেখ কালো লোকজন নিয়ে শেখ নিয়ামুলকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবারের এই ঘটনায় খয়রাশোলের কাঁকরতলার বহড়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিহত নিয়ামুলের পরিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাবুইজোর থেকে বাইকে শেখ নিয়ামুল বাড়ি ফিরছিলেন। সেই সময় শেখ কালোর নেতৃত্বে দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন বলে দাবি করেছে বিরোধীরা। দুবরাজপুরের BJP বিধায়ক অনুপ সাহা বলেন, “খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে খুনো-খুনি বাড়ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলাকায় আতঙ্কিত মানুষ। পুলিশ নিষ্ক্রিয় থাকায় অশান্তি বেড়েই চলেছে।”
আরও পড়ুন- Number Plate: নম্বরপ্লেট দেখেই বুঝুন গাড়িটি পশ্চিমবঙ্গের কোন জেলার, কীভাবে? জানুন এই সহজ জিনিসটি