শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদাকাণ্ডে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। পাশাপাশি রোজভ্যালি কেলেঙ্কারিতে এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের মহাসচিব সিবিআই দফতর থেকে বেরিয়ে সিজিও কমপ্লক্সে দাঁড়িয়েই এদিন বলেন, "আমাকে ব্যক্তিগতভাবে তলব করা হয়নি। সংগঠনগতভাবে ডাকা হয়েছিল।" পার্থবাবুর বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। তবে এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি রাজীব কুমার।
সারদাকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের pic.twitter.com/z9wuygmgHc
— IE Bangla (@ieBangla) August 16, 2019
আরও পড়ুন- সিবিআই-এর মুখে পার্থ: তৃণমূল ও সারদা যোগাযোগ
শুক্রবার দুপুর ২টোয় সারদাকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে ঢোকেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে আসেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারও। উল্লেখ্য, সারদা কেলেঙ্কারি মামলায় শুক্রবার তলব করা হয় তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার পার্থ হাজিরা দেবেন না বলে প্রথমে জানা গিয়েছিল। পরে দুপুরে সিবিআই দফতরে আসেন তিনি। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সংক্রান্ত বিষয়েই পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। উল্লেখ্য, তৃণমূলের এই মুখপত্রের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে, রোজভ্যালি মামলায় সিবিআইয়ের দ্বিতীয় তলবের প্রেক্ষিতে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে ফের সময় চান রাজীব। শুক্রবার রাজীবের চিঠি সিজিও কমপ্লেক্সে পৌঁছে দেন সিআইডি-র এক আধিকারিক। কিন্তু শেষ পর্যন্ত সিবিআই দফতরে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন রাজীব কুমার।
আরও পড়ুন: ‘সারদাকাণ্ডে তৃণমূলের সব পদাধিকারীকেই ডাকবে সিবিআই’, জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে জানিয়েছিলেন, তাঁর যাবতীয় ছবি নিলাম ও বিক্রি প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে ছিল 'জাগো বাংলা'। ছবি বিক্রি থেকে প্রাপ্ত অর্থও গিয়েছে জাগো বাংলার দফতরেই। এর আগে সম্প্রতি ডেরেক ও’ব্রায়েন, সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, শতাব্দী রায়দেরও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিন কয়েক আগে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: দিল্লি গেলেন সব্যসাচী, গলায় মুকুল-অর্জুনের সুর
লোকসভা ভোট মেটার পর থেকেই সারদা তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূলের শীর্ষ নেতাদের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিছুদিন আগেই এ মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকেও তলব করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে দীনেশ বলেছিলেন, তৃণমূলের সব পদাধিকারীদেরই ডাকা হবে। সিবিআইয়ের পার্থকে তলবের পর দীনেশের সেই মন্তব্য সত্যি হতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।