/indian-express-bangla/media/media_files/2025/07/11/murder-2025-07-11-09-14-48.jpg)
Bhangar TMC leader shot dead: ভাঙড়ের নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ।
ফের অশান্ত ভাঙড়। তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম রাজ্জাক খাঁ। আজ, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় নেমে আসে। তৃণমূলের একাংশের দাবি, এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন। তাঁর জনপ্রিয়তাই এই হামলার পিছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী।সরাসরি ISF বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রাজ্জাক। তাকে গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এই সব কাজ করছে। পুলিশকে বলব, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।"
আরও পড়ুন- migrant workers detained:বাংলায় কথা বলে বিরাট বিপাকে! এরাজ্যের বাসিন্দাদের তুলে নিয়ে গেল পুলিশ