Kolkata weather forecast July 11, 2025:গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ অভিমুখ বদলে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। তারই জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন কমেছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট চলবে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিলোত্তমামহানগরীতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শহরে।
আরও পড়ুন- migrant workers detained:বাংলায় কথা বলে বিরাট বিপাকে! এরাজ্যের বাসিন্দাদের তুলে নিয়ে গেল পুলিশ
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে। তবে আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
আরও পড়ুন- plane crash:মাঝ আকাশে ভয়ঙ্কর ভয়াবহ বিমান দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের
আগামী সোমবারের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির পাশাপাশি উপরের দিকের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।