TMC leader murdered at canning: ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। বাড়ি থেকে ১০০ মিটার দূরে সংজ্ঞাহীন অবস্থা তাঁকে উদ্ধার করা হয়। ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
আবারও খুন। এবার ঘটনাস্থল ক্যানিং। জানা গিয়েছে, বুধবার ক্যানিংয়ের জীবনতলার ৭নং পাড়ায় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপরে তাঁকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তৃণমূলের ওই নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পদক ছিলেন তিনি।
নিহতের পরিবারের দাবি, এক প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ। তা নিয়ে দ্বন্দ্বের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকেদের সন্দেহ। তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে বলে মনে করেন না ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সকালে শওকত মোল্লা-সহ ক্যানিংয়ের SDPO রামকুমার মণ্ডল গিয়েছিলেন নিহতের বাড়িতে।
আরও পড়ুন- Lok Sabha Polls-BJP: ‘বাঙালরা ঝুলি উপুড় করে ভোট দিয়েছে BJP-কে’, বিস্ফোরক দাবি তৃণমূল নেতার
বিধায়ক শওকত মোল্লা বলেন, "রবীন্দ্রনাথ মণ্ডলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই মৃত্যুর ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় পুলিশের কাছে আমরা সেই আবেদন করেছি। পুলিশ তদন্ত করছে। আমরা আশাবাদী দোষীরা উপযুক্ত সাজা পাবে।"
আরও পড়ুন- Puri-Jagannath temple: অভাবনীয় পদক্ষেপ! পুন্যার্থীদের জন্য অকল্পনীয় উদ্যোগ! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত