Ram Mandir: অযোধ্যায় (Ayodhya) যে সময়ে রামলালা (Ramlala) প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi), ঠিক তখনই লাখো লাখো প্রদীপ দিয়ে রামের মূর্তির উন্মোচন হল শহরতলিতে। দিনরাত এক করে একাধিক শিল্পী ও শ্রমিক প্রস্তুত করেছেন এই রামের মূর্তির। এর উদ্যোক্তা এক দাপুটে তৃণমূল নেতা।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হল সোমবার। এদিন কলকাতায় সংহতি মিছিল করে তৃণমূল কংগ্রেস (TMC)। নেতৃত্বে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার নির্দেশে রাজ্যজুড়ে ব্লক স্তরের মিছিল করে ঘাসফুল শিবির। এদিনই আবার লাখো প্রদীপের রাম মর্তির উদ্বোধন হয় তৃণমূল নেতার উদ্যোগে। সোমবারের এই উৎসবকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়ায় ছিল (Kankinara) সাজো সাজো রব। হয় যজ্ঞ, পুজো সহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
এই প্রদীপ সাজাতে বিহারের (Bihar) ভাগলপুর থেকে আসেন অনিল কুমার। এই শিল্পী এর আগে অযোধ্যায় প্রদীপ সাজানোর কাজ করেছেন। সেখান থেকে কাঁকিনাড়ায় আসেন। তাঁর সঙ্গে ১৩ জন শিল্পীও আসেন এখানে। রাজ্যে এমন উদ্যোগ প্রথম বলে দাবি বারাকপুর (Barrackpur) শিল্পাঞ্চলের ওই তৃণমূল কংগ্রেস নেতার।
কাঁকিনাড়ার ৯ নম্বর ওয়ার্ডের জহর উদ্যানে ৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি হয়েছে রামের মূর্তি। একমাস ধরে চলছে এই প্রদীপ দিয়ে মূর্তি তৈরির কর্মসূচি। উদ্যোক্তা ভাটপাড়ার (Bhatpara) তৃণমূল কংগ্রেস নেতা প্রিয়াঙ্গু পান্ডে (Priyangu Pande)। তাঁর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর। একদিকে যখন অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠার একেবারে শেষ মূহুর্তের তোড়জোড়। তখন কাঁকিনাড়ায় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে প্রদীপের রাম মূর্তির উন্মোচন কর্মসূচি। যতই সংহতি মিছিল হোক, বিরোধীদের অভিযোগ বিজেপি (BJP) ও তৃণমূল মিলেমিশে এদিনের কর্মসূচি পালন করছে। দলনেত্রীর ভিন্ন পথে হাঁটেন এই তৃণমূল নেতা, মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- Ayodhya Ram Mandir Inauguration 22 January 2024 LIVE: পরমভক্ত মোদীর হাতে আজ ভগবানের প্রাণ প্রতিষ্ঠা
৮ লক্ষ প্রদীপ দিয়ে তৈরি রামের প্রতিচ্ছবি ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পরে গিয়েছে। ভাটপাড়ার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত প্রিয়াঙ্গু পাণ্ডে। একটা সময়ে অর্জুন বিরোধী নেতা হিসেবে ভাটপাড়ায় পরিচিত ছিলেন। তবে সোমনাথ-অর্জুন দ্বন্দ্বের মধ্যে প্রিয়াঙ্গু এখন নিরপেক্ষ অবস্থানে। রাম ভজনায় মেতে উঠেছেন এই তৃণমূল নেতা। এক মাস ধরেই রামের মূর্তি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন। প্রিয়াঙ্গু জানিয়েছেন, প্রায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে রামের মূর্তি তৈরি হয়েছে। বিহারের খ্যাতনামা শিল্পী অনিল কুমার এই কাজ করেছেন। তাঁর সঙ্গে ১৩ জন শিল্পী আছেন। ১০০ জন স্থানীয় শ্রমিক নিযুক্ত ছিলেন এই কাজে।"
তৃণমূল নেতা প্রিয়াঙ্গুর কথায়, "শিল্পী অনিল কুমার অযোধ্যায় ১৪ লক্ষ প্রদীপ দিয়ে রামের প্রতিচ্ছবি তৈরি করেছেন। রাজ্যে এত বড় প্রদীপ দিয়ে রামের প্রতিচ্ছবি আর কোথাও আছে বলে আমার জানা নেই।" তৃণমূল নেতা হয়েও রামের পুজোয় ব্যস্ত কেন? প্রিয়াঙ্গু বলেন, "রাজনীতি রাজনীতির জায়গায়। আর ধর্ম ধর্মের জায়গায়।"