কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করে দলীয় নেতৃত্বের রোষের মুখে তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। রাহুলের প্রশংসা করে জোড়াফুল নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন ঘাসফুলের আরও এক তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'রাহুলকে নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্য দল সমর্থন করে না। চিরঞ্জিত যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।'
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা রীতিমতো সারা ফেলেছে দেশজুড়ে। রাজ্যে-রাজ্যে কংগ্রেসের এই কর্মসূচি ঝড় তুলেছে। শুধু রাজনীতিবিদরাই নন, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সামিল হতে দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নাগরিকদের একটি বড় অংশকে। বর্তমানে এরাজ্যে চলছে কংগ্রেসের এই মেগা কর্মসূচি। গঙ্গাসাগর থেকে শুরু হয়ে বর্তমানে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে অধীর-গড় মুর্শিদাবাদে।
আগেই এরাজ্যের শাসকদল তৃণমূলকে ভারত জোড়ো যাত্রায় সামিল হতে অনুরোধ জানিয়েছিলেন খোদ রাহুল গান্ধী। যদিও তৃণমূল সোনিয়া-তনয়ের সেই আবেদনে সাড়া দেয়নি। এরই মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা অত্যন্ত সফলভাবে এগোচ্ছে বলে মন্তব্য করে বসেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। 'সারা দেশে যুব সমাজের প্রতীক হয়ে উঠেছেন রাহুল গান্ধী।' এমনকী রাহুলের ভারত জোড়ো যাত্রার সঙ্গে লালকৃষ্ণ আদবানির রথযাত্রার তুলনাও টেনেছেন তিনি।
আরও পড়ুন- ‘এজলাসের সামনে আর বিক্ষোভ নয়’, আশ্বাস শুনে পাল্টা কী বললেন বিচারপতি মান্থা?
শুধু শত্রুঘ্ন সিনহাই নন, রাহুল গান্ধীর নেতৃত্বে চলা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও। তিনি বলেন, 'সবাই সবার মতো করে ভারতকে জোড়ার চেষ্টা করছেন। রাহুল গান্ধীও হাঁটছেন। যে যার মতো করে ভারত জোড়ার চেষ্টা করছে। এটা ভালোই তো।'
তৃণমূল দলগতভাবে ভারত জোড়ো যাত্রার বিরোধিতা না করলেও কংগ্রসের সঙ্গে পথে নেমে এই কর্মসূচিতে সামিল হওয়ার ঘোর বিরোধী। তবে দলেরই দুই জন প্রতিনিধি রাহুলের নেতৃত্বে চলা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করায় চটেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শত্রুঘ্ন সিহা, চিরঞ্জিত চক্রবর্তীদের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা শুরু তৃণমূলে। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'রাহুলকে নিয়ে শত্রঘ্ন সিনহা যেটা বলেছেন দল তা সমর্থন করে না। চিরঞ্জিতও যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।'
আরও পড়ুন- ‘লজ্জা লাগা উচিত’, হাইকোর্টের বিক্ষোভ নিয়ে মমতা-অভিষেককে দুষে শুভেন্দুর গলায় কেষ্টর সুর
এদিকে, বাংলায় ভারত জোড়ো যাত্রা আজ ১৫ দিনে পড়ল। অধীর গড় মুর্শিদাবাদে চলছে কংগ্রসের এই মেগা কর্মসূচি। এদিন মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে আবেদন করা হলেও তাঁরা আসেননি। বরং ফি দিন কংগ্রেসের এই বিরাট কর্মসূচিকে কটাক্ষ করতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের। যা নিয়ে ক্ষুব্ধ অধীর এদিন বলেন, 'দিদির রক্তচক্ষু উপেক্ষা করে কেউ আসবে না। তৃণমূলের সব সাংসদকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী। তাঁরা আসবেন না ধরে নিয়েই আমরা এগোব। আর চিঠি পাঠানোর প্রয়োজন নেই।'