Advertisment

'সীমা ছাড়িয়েছেন শুভেন্দু', বাগে আনতে এবার তুখোড় 'বাণ' ছুঁড়ল তৃণমূল!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার নজিরবিহীন পদক্ষেপ তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali mamata banerje suvendu adhikari section 144 police

Mamata-Suvendu: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার নজিরবিহীন পদক্ষেপ তৃণমূলের। সম্প্রতি স্পেনে যাওয়ার পথে গত বুধবার দুবাই বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের। পড়শি দেশের প্রেসিডেন্ট ও বাংলার মুখ্যমন্ত্রীর কথোপকথনকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে কাল্পনিক কয়েকটি লাইন লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েই এবার বেনজির উদ্যোগ তৃণমূলের।

Advertisment

শুভেন্দুর বিরুদ্ধে কী পদক্ষেপ করল তৃণমূল?

শুভেন্দু অধিকারীর নামে নালিশ জানিয়ে তৃণমূলের তরফে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কটাক্ষ আদতে ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুন্ন হতে পারে বলে মনে করছে তৃণমূল। অবিলম্বে যাতে শুভেন্দু অধিকারীকে 'সেন্সর' করা হয় চিঠিতে সেই আবেদন জানিয়েছে তৃণমূল। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্যিক সম্পর্ক নষ্টের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, বিদেশমন্ত্রকে লেখা চিঠিতে এমনই অভিযোগ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে যেভাবে টিপ্পনি কেটেছেন তা ভারতের বিদেশ নীতির পরিপন্থী বলেও মনে করে বাংলার শাসকদল। বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমনই কিছু নালিশ জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- এবার পুরী গেলে যাবেনই যাবেন এতল্লাটে! কোলাহলমুক্ত অপূর্ব এই প্রান্ত পুরীর নতুন আবিষ্কার

মুখ্যমন্ত্রী ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যে ঠিক কী কথা হয়েছিল?

উল্লেখ্য, স্পেন যাওয়ার পথে গত বুধবার দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে বলেছিলেন, "আপনি কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?" বিক্রমাসিঙ্ঘের সেই কথার উত্তরে সহাস্য মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, "ও মাই গড!" এমনকী মুখ্যমন্ত্রী আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছিলেন। এদিকে, বিক্রমাসিঙ্ঘে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন নিয়ে কাল্পনিক কয়েকটি বাক্যে এক্স হ্যান্ডেলে কটাক্ষ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর লেখা সেই কাল্পনিক 'কথোপকথন'…

‘শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে – আমি শুনেছি যে আপনি আপনার রাজ্যকে শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছেন?’

‘মমতা বন্দ্যোপাধ্যায় – আপনি যদি আমাকে গাইড করতে পারেন কিভাবে বাজার থেকে আরও টাকা ধার করা যায়, তাহলে আমি আপনাকে পরবর্তী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব।’

‘রনিল বিক্রমাসিংঘে- কিন্তু আমরা বিনিয়োগ করার মতো অবস্থায় নেই, সামিটে যোগ দিয়ে কী ভালো হবে?’

‘মমতা বন্দ্যোপাধ্যায় – চিন্তা করবেন না, আপনি এসে মাত্র ২-৩ দিনের জন্য উপভোগ করুন এবং একটি মৌ স্বাক্ষর করুন। যাইহোক সবাই এসে মৌ সাক্ষর করে এবং কেউই বিনিয়োগ করে না। আমি শুধু ভালো ভালো শিরোনাম নিয়ে উদ্বিগ্ন।’

আরও পড়ুন- দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখানোর অভূতপূর্ব উদ্যোগ রাজ্যের! তাকলাগানো বন্দোবস্ত চর্চায়!

tmc bjp Mamata Banerjee West Bengal S jaishankar Suvendu Adhikari Derek O'Brien
Advertisment