Advertisment

আদিতেই ভরসা, দলে গুরুত্ব লঘু অভিষেকের নয়া তৃণমূলের

দল চাপ পড়তেই...

author-image
Joyprakash Das
New Update
tmc mamata banerjee abhishek banerjee west bengal , আদিতেই ভরসা, দলে গুরুত্ব লঘু অভিষেকের নয়া তৃণমূলের

দলীয় বৈঠকে বক্তব্য পেশ করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অ্যাডমিট কার্ড, তালিকা এবং ওএমআর শিট উদ্ধার হয়েই চলেছে। বিরোধীরা একেবারে চেপে ধরেছে তৃণমূল কংগ্রেসকে। এরই মধ্যে সাগরদিঘি উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত নয়া তৃণমূল নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কখনও নয়া তৃণমূলের কথা শোনা যায়নি। তাহলে কি ফের আদি তৃণমূল রক্ষা করবে এই বঙ্গভূমির গড়? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Advertisment

দল যখনই ধাক্কা খেয়েছে তখনই শক্ত হাতে দলের হাল ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কালীঘাটে দলনেত্রীর বাড়ির সভাঘরে সাংবাদিক বৈঠক চলছে। তাঁর পাশে বসা অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের সেদিন মুখায়বই বলে দিচ্ছিল কি ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে। দলের ফলাফল থেকে দায় তো কেউ এড়াতে পারেন না। যদিও শুভেন্দু অধিকারী পরে বিজেপিতে গিয়ে যোগ দেন। কিন্তু সেদিন তৃণমূলের রাজ্য নেতৃত্ব বিমর্ষ, বিদ্ধস্ত ছিল। দলের হাল ধরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পা ভাঙা নিয়ে নির্বাচনী প্রচারের সময় বিরোধীদের তীব্র কটাক্ষের মধ্যেও হুইল চেয়ার ছাড়েননি তৃণমূলনেত্রী। ফের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসীন হলেন মমতার নেতৃত্বে তৃণমূল।

২০২১ বিধানসভা নির্বাচনে জয়ের পর দক্ষিণ কলকাতায় পোস্টার পড়ল নয়া তৃণমূল কংগ্রেসের। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গেল নয়া তৃণমূলের কথা। 'অভিযোগ পেয়ে, খবর নিয়ে' স্পট থেকে দলের নেতৃত্বকে প্রকাশ্যে শাস্তিও দিয়েছেন অভিষেক। বলেছেন, এটাই নয়া তৃণমূল। এই সময়কালের মধ্যে প্রবীণ তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়সহ অনেকেই পুরনো তৃণমূলের গুরুত্ব নিয়ে হইচই শুরু করেন। অভিষেককেও একসময় বলতে শোনা যায় নতুন-পুরনো মেলবন্ধনের কথা। সাগরদিঘি উপনির্বাচনের এক পরাজয়েই ফের বদলে দিল দলের খোলনোলচে। সাংগঠনিক বৈঠকে সেই ২০১৯-এর মুখের প্রতিচ্ছবি যেন।

গরুপাচার কাণ্ডে ভারত ছেড়েছেন বিনয় মিশ্র, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনজনই ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য নেতা। সম্প্রতি শেষ দুজনের বহিস্কারের কথা তৃণমূলের রাজ্য যুব নেতৃত্ব ঘোষণা করেনি, করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার তৃণমূলের সাংগঠনিক সভার পর সাংবাদিক বৈঠক করেছেন প্রবীন নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছিলেন মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য ও সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষণা হয়েছে। ফের জেলার দায়িত্ব বর্তেছে দলের আদি নেতৃত্বের ওপর। পর্যবেক্ষক প্রথা রদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে গ্রামপঞ্চায়েত ও পরের বছর লোকসভা নির্বাচন। আদিতেই ভরসা রাখতে চলেছে তৃণমূল, মনে করছে রাজনৈতিক মহল।

জেলা সভাপতি সহ শাখা সংগঠনের সভাপতির নাম ঘোষণা করার পর তৃণমূলের সর্বাঙ্গীন জেলা, শহর বা ব্লক স্তরের কমিটি ঘোষণা হয়নি। সাগরদিঘির পরাজয়ের পর দলের অভ্যন্তরে ফের পুরনো তৃণমূলীরা সোচ্চার হয়েছেন বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, দল তথা বঙ্গের রাজনৈতিক আবহ অনুধাবন করে নিজের হাতেই ফের দলের ভার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া নয়, পুরনোদের কাঁধেই সঁপেছেন সাংগঠনিক দায়িত্ব। পরিস্থিতি বদলালে হয় তো ফের শোনা যাবে নয়া তৃণমূলের জয়গান।

abhishek banerjee Mamata Banerjee tmc
Advertisment