Advertisment

Mamata Banerjee: মমতার মুখে ফের 'দুষ্টুমি' তত্ত্ব, আরাবুল, শাহজাহানদের গ্রেফতারি নিয়ে কী বললেন তৃণমূলনেত্রী?

Mamata Banerjee-Lok Sabha Election 2024: বৃহস্পতিবারের পর শুক্রবারেও কোচবিহারে তৃণমূলনেত্রী। এদিন তুফানগঞ্জের নির্বাচনী সভা থেকে BJP-কে অলআউট আক্রমণে তৃণমূল সুপ্রিমো। এদিন ফের একবার কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee lok sabha polls 2024 cooch behar tufanganj rally

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: BJP-কে তীব্র আক্রমণ শানাতে গিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে আরাবুল ইসলাম (Arabul Islam), শেখ শাহজাহানদের (Sheikh Shahjahan) গ্রেফতারি প্রসঙ্গ। সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পাল্টা এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও। শুক্রবার কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের নির্বাচনী সভা থেকে গেরুয়া দলকে অলআউট আক্রমণে তৃণমূল সুপ্রিমো।

Advertisment

সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়। কিছু ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের যেটুকু জায়গা-জমির সমস্যা ছিল আমরা মিটিয়ে দিয়েছি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।"

গতকাল কোচবিহারের রাসলীলার মাঠের সভা থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেছিলেন মোদী (Modi)। গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন, “সন্দেশখালির দোষীদের বাঁচাতে কীভাবে তৃণমূল পুরো শক্তি লাগিয়ে দিয়েছে তা গোটা দেশ দেখেছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে তা তৃণমূল করেছে। বিজেপি সংকল্প নিয়েছে, সন্দেশখালির দোষীদের শাস্তি দিয়েই ছাড়বে। সন্দেশখালির দোষীরা সাজা পাবেই।”

মোদীকে এদিন পাল্টা জবাব দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "হাথরসে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছিল। নরেন্দ্র মোদী ক'বার গিয়েছেন? গুজরাতে দাঙ্গা করে কত লোক মেরেছেন? অসমে CAA নিয়ে কত লোক মেরেছেন? লজ্জা করে না! সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি। রাজ্যে এসে বড়-বড় কথা বলছেন মোদী। বাংলায় কিছু ঘটে থাকলে ব্যবস্থা নিয়েছি।"

আরও পড়ুন- Sheikh Shahjahan: তাঁর সংস্থা দুবাইয়ে টাকা পাঠাত? বোমা ফাটানো জবাব শেখ শাহজাহানের

এছাড়াও এদিন ফের একবার ১০০ দিনের কাজের টাকা 'বন্ধ' নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, "কোথাও কোথাও কেউ দুষ্টুমি করতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কোনও অভিযোগ তো নেই। তাও ১০০ দিনের টাকা দেয়নি। ৩ বছর ধরে টাকা বন্ধ। আমি নিজে গিয়ে দেখা করেছি ৩ বার। কথা দিয়েছিল দেবে।"

আরও পড়ুন- Mamata Banerjee On Abhijit Ganguly: প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মমতা! বঙ্গ রাজনীতিতে বিতর্কে ঘি

গতকাল কোচবিহারের সভা থেকে BJP প্রার্থী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanick) ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলনেত্রী। এদিন ফের একবার সরাসরি নাম না নিয়ে নিশীথ প্রামাণিককে আবারও তুলোধনা তৃণমূলনেত্রীর। তিনি এদিন বলেন, "আমাদের কাছে যে আপদ, BJP-র কাছে সে সম্পদ। আমি যদি আরাবুল, শাহজাহানদের গ্রেফতার করতে পারি, তোমরা কেন একটা গুণ্ডাকে প্রার্থী করেছো? একটা গুণ্ডাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছো।"

Cooch Behar Nisith Pramanik modi tmc bjp loksabha election 2024 Mamata Banerjee
Advertisment