Advertisment

Tmc Shahid Diwas 2024: গিটার-গানে, ঢাকের তালে 'দিদি বন্দনা', তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ কলকাতায়!

shahid dibas: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর এই প্রথম তৃণমূলের বড় কোনও কর্মসূচি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেতে মুখিয়ে কর্মী-সমর্থকরা। জেলাগুলিতে থেকে কাতারে কাতারে তৃণমূলের কর্মী-সমর্থক এসে ভিড় জমিয়েছেন শহরে। কলকাতার বিভিন্ন জায়গায় কর্মীদের থাকার আয়োজন করেছে তৃণমূল। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে করা হয়েছে বিশেষ ক্যাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc Martyr Rally is the center of a festive mood in Kolkata, তৃণমূলের শহিদ সমাবেশ, ২১ জুলাইয়ের শহিদ সভা

Tmc Shahid Diwas 2024: তৃণমূলের শহিদ সভাস্থলের আশেপাশের রঙিন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শশী ঘোষ।

TMC martyr's day: আজ ৩১ বছরে পা দিল তৃণমূলের শহিদ সমাবেশ (TMC martyr's day)। শহর কলকাতার পাশাপাশি দূর-দূরান্তের জেলাগুলি থেকে কাতারে কাতারে তৃণমূলের কর্মী-সমর্থকরা এসে ভিড় জমিয়েছেন মহানগরীতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর এই প্রথম তৃণমূলের বড় কোনও কর্মসূচি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পেতে মুখিয়ে কর্মী-সমর্থকরা।

Advertisment

ধর্মতলার সভামঞ্চের কাছে এদিন দেখা গেল এক অন্য ছবি। জেলা থেকে আসা কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক-কে দেখা গেল গিটার বাজিয়ে গান শোনাতে। 'দিদির দেখা নাই রে দেখা কখন পাই'। এই সুরে গান বেঁধেছেন জনা কয়েক।

শুধু এ ছবিই নয়, ধর্মতলার শহিদ সমাবেশ মঞ্চের আশেপাশে এমন বেশ কিছু ছবি এদিন নজর এড়ায়নি। বৃষ্টি মাথায় ধর্মতলায় জমজমাট এক পরিবেশ। ধামসা-মাদল নিয়ে সমাবেশে হাজির জঙ্গলমহলের মানুষজন। রঙিন শাড়িতে সুসজ্জিত হয়ে ছাতা মাথায় ধর্মতলার রাস্তায় কোমর দোলাতে দেখা গেল আদিবাসী রমণীদের। তাঁদের সেই নাচের তালের সঙ্গে সঙ্গে ধামসার বোল তুললেন পুরুষরা।

আরও পড়ুন- Martyr’s Day July 21: বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় মনটা বড্ড টানে কোনটা? সটান উত্তর যুবকের

আরও পড়ুন- TMC martyr’s day: একুশের সভায় তোলপাড় ফেলা দলবদল? ভাবতেই পারবেন না এমন কিছু ঘটতে চলেছে?

একদিকে যখন চলছে ধামসা মাদলের এই বোল। উল্টোদিকে দেখা গেল অন্য আরও এক ছবি। ঢাকের তালে কোমর দোলাচ্ছেন অনেকে। ঢাক নিয়ে পুজোর আগেই আগমনীর বার্তা শোনালেন অত্যুৎসাহীরা।

আরও পড়ুন- 21 July TMC Martyrs Day Live Updates: রাজপথে জনজোয়ার, শহীদ তর্পনের পাশাপাশি জয়ের ‘সেলিব্রেশন’, অন্য মুডে তিলোত্তমা

shahid diwas 2024 kolkata news celebrations tmc
Advertisment