scorecardresearch

খুনে আটক ঘনিষ্ঠ, পুলিশকে ‘২ টাকার চাকর-ছোটোলোক’ বললেন তৃণমূল বিধায়ক

ফের শাসকদলের বিধায়কের নজিরবিহীন রোষের মুখে পুলিশের পদস্থ অফিসার।

tmc mla giasuddin molla accused in to threats police
পুলিশকে বেনজির শাসানি তৃণমূল বিধায়কের।

এবার পুলিশকে ‘২ টাকার চাকর, ছোটোলোক’ বলে বসলেন তৃণমূল বিধায়ক। সটান থানায় ঢুকে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-কে বেনজির শাসানি মগরহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। একটি খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে বিধায়ক ঘনিষ্ঠকে উস্তি থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়েই কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে পড়েন বিধায়ক। তাঁর ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে কেন পুলিশ থানায় নিয়ে এসেছে, তা নিয়েই পুলিশকর্তাদের সঙ্গে বিধায়কের তর্কাতর্কি শুরু হয়ে যায়।

ফের পুলিশের পদস্থা কর্তাকে নজিরবিহীন শাসানি মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি খুনের ঘটনায় বিধায়ক ঘনিষ্ঠ জয়ন্ত চৌধুরী নামে এক ব্যক্তিকে উস্তি থানায় ধরে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে পড়েন মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সেই সময় থানায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে।

আরও পড়ুন- হল না শেষ রক্ষা! কাতরাতে-কাতরাতে মৃত্যু গুলিবিদ্ধ তৃণমূল নেতার

এসডিপিও-কেই নজিরবিহীনভাবে আঙুল উঁচিয়ে শাসানি দিতে শুরু করেন তৃণমূল বিধায়ক। থানার সিঁড়িতে বসে পুলিশকে ‘২ টাকার চাকর, ছোটোলোক’ বলেও তিরষ্কার করতে শোনা যায় বিধায়ককে। সম্প্রতি একটি ভিডিওয়-ক তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকে পুলিশকে এভাবে তিরস্কার করতে দেখা গিয়েছে। যদিও ওই ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

আরও পড়ুন- ক্লান্ত ‘দিদির দূত’ অসিত মজুমদার, পঞ্চায়েত সদস্যাকে দিয়ে পা টেপানোর ছবি ভাইরাল

সূত্রের খবর, বিধায়কের মুখ খেকে এমন হুমকি পেয়েই থানায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে যোগাযোগ করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারের সঙ্গে। এসপি-র পরামর্শেই এরপর থানা থেকে চলে যান এসডিপিও। তবে সূত্রের খবর, একজন বিধায়কের মুখ থেকে এমন মন্তব্য শুনে যারপরনাই ক্ষুব্ধ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। বিষয়টি বিস্তারিতভাবে তৃণমূলের শীর্ষস্তরে জানানো হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc mla giasuddin molla accused in to threats police