করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার, প্রয়াত ইন্দাসের তৃণমূল বিধায়ক

দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন বাঁকুড়ার ইন্দাসের দুবারের বিধায়ক গুরুপদ মেটে। বেশ কয়েকদিন ধরে হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু বৃহস্পতিবার মারণ ভাইরাসের কাছে হার মানলেন বাঁকুড়ার তৃণমূল জেলা কোঅর্ডিনেটর। দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইন্দাসের বিধায়ক। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও বাঁচাতে পারেননি তাঁকে। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃণমূল নেতা। এর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় মৃত্যু হয়েছে আরেক বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমরেশ দাসের। তিনি এগরার বিধায়ক ছিলেন। এই নিয়ে তিন বিধায়কের মৃত্যু হল করোনায়।

আরও পড়ুন করোনায় মৃতের শেষকৃত্যে থাকতে পারবেন ৬ জন, ঘোষণা রাজ্যের

এদিন দলীয় নেতার মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মমতা।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

COVID-19 tmc