Soham Chakraborty: বিরাট স্বস্তিতে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় বারাসত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন সোহম। পাশাপাশি তিনি এদিন আগাম জামিনের আবেদনও করেন। আদালত দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।
রেস্তোরাঁ মালিককে পিটিয়ে বিরাট ফ্যাসাদে পড়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে তাঁকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখা যায় বারাসাত জেলা আদালতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও সেভাবে দেননি বিধায়ক-অভিনেতা। শুধু বলেছেন, 'এটা বিচারাধীন বিষয়।"
নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে পৌঁছে যান চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন আদালত সোহমের জামিনের আর্জি মঞ্জুর করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিউটাউনের ওই রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম চক্রবর্তী। রেস্তোরাঁর সামনে তাঁর গাড়ি রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। পরিষ্কার দেখা গিয়েছে, সোহম ওই রেস্তোরাঁ মালিককে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এবং তারপর লাথিও মেরেছেন। যদিও আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যাও মিলেছে সোহমের কাছ থেকে।
তাঁর দাবি ছিল, গাড়ি রাখা নিয়ে বচসা হয়। তবে ওই রেস্তোরাঁ মালিক নাকি সোহমের সামনে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কটু মন্তব্য করেছেন। সেই কারণে মাথা ঠিক রাখতে না পেরে ওই ব্যক্তিকে তিনি মারধর করেছেন বলে সাফাইয়ে জানিয়েছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে নাম না করে জনপ্রতিনিধিদের আরও বেশি দায়িত্ববান হতে হবে বলে বার্তা দিয়েছেন।
এদিকে, এই ঘটনাটি নিয়ে ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সোহম। তাঁর ওই আচরণ উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন। যদি পরবর্তী সময়ে সোহমের বিরুদ্ধে থানায় FIR দায়ের হয়েছে। এই নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, সেই FIR-এর ভিত্তিতে এদিন বারাসাত জেলা আদালতে আগাম জামিন নিতে উপস্থিত হন সোহম চক্রবর্তী। অবশেষে আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুরও করেছে। এদিকে ওই ঘটনার পর থেকে নিউটাউনের ওই রোস্তারাঁ মালিক ও তাঁর পরিবার আতঙ্কে রয়েছেন। কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন আনিসুল আলম নামে ওই রোস্তারাঁ মালিক।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোর যাত্রীদের জন্য বাম্পার খবর! ফাটাফাটি পরিষেবা রবিবারেও, জানুন বিশদে
এমনকী সোহম নাকি তাঁর আইনজীবী এবং পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন আলম। এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ আনিসুল আলমের।। কলকাতা হাইকোর্ট তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে।