Abhishek Banerjee: অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃতির অভিযোগ, মেটা-কে নোটিশ আইনজীবীর

Abhishek Banerjee send notice to meta: ফেসবুকের মূল সংস্থা মেটাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি ঘিরে জোরদার চর্চা ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

TMC Mp Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee send notice to meta alleging information hide from his facebook page: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য বিকৃতির অভিযোগ ওঠে। সাংসদের আইনজীবী ফেসবুকের মূল সংস্থা meta-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশের পরপরই জট কেটেছে। বৃহস্পতিবারই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আগের তথ্য ফিরেছে। তবে এতেও চর্চা থামছে না।

Advertisment

কী ঘটেছিল?

জানা যাচ্ছে, তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর নামের পাশ থেকে দলের নাম উধাও হয়ে গিয়েছিল। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের 'বায়ো'তে শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক লেখা ছিল। দলের নামটি উধাও হয়ে যাওয়ায় বিস্তর চর্চা তৈরি হয়।

 বিষয়টি নজরে আসতেই অভিষেক তৎক্ষণাৎ আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। নিজের আইনজীবী মারফত মেটা কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। কেউ বা কারা কোনওভাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃত করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: খোদ পোস্ট অফিস থেকেই লক্ষ-লক্ষ টাকা গায়েব, বিরক্ত হাইকোর্ট, CID তদন্তের নির্দেশ

এদিকে, মেটা কর্তৃপক্ষকে অভিষেকের তরফে আইন নোটিশ পাঠানোর পরেই বিতর্কের অবসান ঘটে। বৃহস্পতিবার অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর আগের তথ্য ফিরে এসেছে বলে জানা গিয়েছে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লেখা লোকসভার সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন- India-Bangladesh Border: BSF-এর পোশাকে ওরা কারা? ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল হইচই

tmc abhishek banerjee Facebook Bengali News Today news in west bengal news of west bengal