Advertisment

TMC Mp on CAA: 'এটা আমাদের জন্য আরও ভালো হল', CAA নিয়ে তৃণমূল সাংসদের মন্তব্যে সীমাহীন চর্চা!

CAA: লোকসভা ভোটের আগেই দেশজুড়ে সিএএ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত কয়েক বছর ধরে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার। এবার দেশজুড়ে সিএএ বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে মোদী সরকার তাদের সেই প্রতিশ্রুতিই পালন করেছে বলে দাবি কেন্দ্রের। তবে সিএএ নিয়ে ফের একবার উত্তপ্ত রাজনীতির আঙিনা। এরাজ্যে শাসকদল দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী সিপিএম, কংগ্রেস সিএএ-র বিরোধিতায় নতুন করে ফের সরব হয়েছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Aparupa Poddar said that she did not get ticket for polls due to lack of money

Lok Sabha Polls 2024: ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য বিদায়ী তৃণমূল সাংসদের।

TMC Mp on CAA: তৃণমূল কংগ্রেসের 'মঙ্গল' করতেই কেন্দ্রের BJP সরকার লোকসভা ভোটের (থদক এোবপো আতামূগদল 2024) মুখে CAA বিজ্ঞপ্তি জারি করেছে এমনটা বোধহয় স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিশ্বাস করেন না। কিন্তু CAA নিয়ে এমনই দাবি করে লোকসভা ভোটের মুখে কার্যত

তোলপাড় ফেলে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরনগরের ঠাকুর বাড়ির সদস্য মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)।

Advertisment

CAA নিয়ে তাঁর মন্তব্য ঘির জোর চর্চা শুরু। BJP নেতারা মমতাবালা ঠাকুরের এই মন্তব্যকে গুরুত্ব দিতে না চাইলেও কংগ্রেস নেতৃত্বের দাবি, এর পিছনে এরাজ্যে তৃণমূল-বিজেপি 'সেটিংতত্ত্ব' কাজ করছে।

পূর্ব বর্ধমানের জৌগ্রামের কলুপুকুরে শুরু হয়েছে মতুয়াদের (Matua) তিন দিনের মহা সম্মেলন। প্রধান অতিথি তথা সংঘাধিপতি হিসেবে বহস্পতিবার সেই সম্মেলনে যোগ দেন মমতাবালা ঠাকুর। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, CAA-তে ৯টি ধারার জন্য যে যে নথি চাওয়া হয়েছে সেই নথি কারও কাছেই নেই। ওই নথি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছেও আছে নাকি? এটা CAA আসলে ললিপপ ছাড়া আর কিছুই নয়। এর আগে আধার লক করে ঘুরিয়ে NRC করতে চেয়েছিল। ওরা (বিজেপি)এখন শুধু ভোটটা নেওয়ার জন্যে লোকসভা ভোটের আগে CAA লাগু করেছে। এটা করে ওরা (বিজেপি)

বাস্তবে আমাদেরই (তৃণমূলের) মঙ্গল করেছে।”

আরও পড়ুন- Kolkata Weather Today: বেলা বাড়লেই বাম্পার বদল আবহাওয়ায়! তুমুল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

একইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই। ওরা (বিজেপি) কোনওভাবেই আমাদের বেনাগরিক করতে পারবে না। যদি তা করতে যায় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। তার জন্য জীবন যায় যাবে।"

বিজেপি সিএএ লাগু করায় তৃণমূলের 'মঙ্গল' হয়েছে বলে মমতাবালা ঠাকুরের করা এই মন্তব্য ঘিরে এখন সরগরম বঙ্গ রাজনীতি। কংগ্রেসের (Congress) AICC সদস্য গৌরব সমাদ্দার বলেন, “যেটা সত্য সেটাই মমতাবালা ঠাকুর ফাঁস করে দিয়েছেন। কেন্দ্রে মোদী আর এই রাজ্যে দিদি, এই সেটিংতো অনেকদিন ধরেই চলছে। মমতাবালা ঠাকুরের মন্তব্যই প্রমাণ করে দিয়েছে এবারের লোকসভা ভোটেও বিজেপি ও তৃণমূলের সেটিং পাকা হয়ে গেছে।"

আরও পড়ুন- Babun VS Prasun: মুখ্যমন্ত্রীর ভাইয়ের নিশানায় প্রসূন, পাল্টা জবাব হাওড়ার ‘পদ্মশ্রী’ তৃণমূল প্রার্থীর

তবে কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়ে পূর্ব বর্ধমান জেলা BJP নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “জনবিচ্ছিন্ন কংগ্রেস নেতাদের মন্তব্যকে বাংলার মানুষ গুরুত্ব দেয় না। কেন্দ্রের মোদী সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চায়নি। বরং নাগরিকত্ত্ব দিতে চেয়েছে। তাই কেন্দ্রের সরকার সিএএ (CAA) করেছে । সেটা না বুঝে তৃণমূলের মতোই কংগ্রেস ও সিপিএমের নেতারা বিরোধিতা করছে।"

mamata bala thakur tmc loksabha election 2024 nrc caa
Advertisment