Advertisment

Mimi Chakraborty: কাছ থেকে দেখেছেন দেবকে, সবদিক ভেবে 'ইস্পাতকঠিন' সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মিমি!

Mimi Chakraborty: তৃণমূলের এই তারকা সাংসদের এহেন সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোরদার জল্পনা তৈরি হয়েছে। অনেকে মিমির এই সিদ্ধান্তের পিছনে নানা যুক্তি খাড়া করছেন। তবে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজে অবশ্য তাঁর এই সিদ্ধান্ত নিয়ে কিছু জানাননি। কিংবা তাঁর ঘনিষ্ঠ মহল থেকেও এব্যাপারে কোনও ইঙ্গিত মেলেনি। তবে বিষয়টি নিয়ে চর্চা কিন্তু বেড়েই চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Mp Mimi Chakraborty resigned 2 posts of Rogi Kalyan Samiti

বাঁদিকে মিমি চক্রবর্তী ও ডানদিকে দেব।

Mimi Chakraborty: সম্প্রতি ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নিয়ে জলঘোলা কম হয়নি। টানা কয়েকদিন দেবের একটি সিদ্ধান্ত ঘিরে চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছিল। যদিও পরবর্তীকালে সময় যত এগিয়েছে ততই গলেছে বরফ। তবে এবার জোর চর্চায় আর এক তৃণমূল সাংসদ দেবেরই সতীর্থ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। যাদবপুরের এই তারকা সাংসদ লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024 ) ঠিক আগে আগে যা সিদ্ধান্ত নিলেন তা ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

Advertisment

কী করেছেন মিমি?

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় এলাকাটিও যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। মিমি চক্রবর্তী এই ভাঙড়েরই দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন ছিলেন। এবার এই দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ। লোকসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে দুই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন (Rogi Kalyan Samiti) পদ ছাড়া নিয়ে জল্পনা বাড়ছে। যদিও মিমি নিজে এপ্রসঙ্গে বিশদে কিছু জানাননি।

ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদে ছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সাংসদ পদে নির্বাচিত হন মিমি। পরবর্তী সময়ে ভাঙড়ের (Bhangar) ওই দুই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদে বসেন তিনি। তবে ভোটের কিছুদিন আগে তাঁর আচমকা এই পদত্যাগ ঘিরে জল্পনা বেড়েছে।

আরও পড়ুন- Sandeshkhali Incident: বাম-বিজেপির জোড়া বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তার বজ্র আঁটুনি বসিরহাট এসপি অফিসে

এর আগে তিনটি সরকারি কমিটির থেকে ইস্তফা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (Dev)। এমনকী তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন বলেও জল্পনা বাড়ে। যদিও পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) সঙ্গে দেবের বৈঠক হয়। দেব নিজেও জানান, তিনি রাজনীতি ছাড়বেন না এবং ঘাটাল থেকেই এবারেও প্রার্থী হবেন। সোমবার আরামবাগের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছে সহাস্য দেবকে।

Dev Mimi Chakraborty loksabha election 2024
Advertisment