আবাস দুর্নীতি থেকে শুরু করে বেহাল রস্তার সংস্কার না হওয়া, সাংসদকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ফের 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে আছড়ে পড়ল ক্ষোভ। এবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচি পালনে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। বীরভূমের সাংসদকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ক্ষুব্ধ এক গ্রামবাসীকে শান্ত করতে গিয়ে শতাব্দীর মন্তব্য, 'আজ আপনি স্টার হয়ে গেলেন। পুরো টিআরপি একা নিয়ে নিলেন।'
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আবাস দুর্নীতি নিয়ে বড়সড় প্যাঁচে রাজ্যের শাসকদল তৃণমূল। জেলায়-জেলায় আবাস দুর্নীতি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ চরমে উঠেছে। পাহাড় প্রমাণ এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন দলীয় কর্মসূচি সারতে গ্রামে যাওয়া তৃণমূলের নেতারা। ফি দিন তৃণমূলের সাংসদ-বিধায়কদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আজ বিক্ষোভের সেই ছবি ধরা পড়ল বীরভূমের রামপুরহাটে।
শুক্রবার রামপুরহাটের মেলেরডাঙায় 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি পালনে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তৃণমূলের তারকা এই সাংসদকে সামনে পেয়েই আবাস দুর্নীতি থেকে শুরু করে বেহাল রাস্তার সংস্কার না হওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতবার লোকসভা নির্বাচনের সময় ভগ্নপ্রায় এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী রায়। কিন্তু তিনি ভোটে জেতার পর চার বছরের মাথাতেও ওই রাস্তার সংস্কার হয়নি।
আরও পড়ুন- পিছোচ্ছে একের পর এক মামলা, ‘ভীষণ জট’ মান্থার এজলাসে! কেন?
এদিন মেলেরডাঙায় ক্ষুব্ধ এক গ্রামবাসীকে বলতে শোনা যায়, 'শতাব্দী রায় বসন্তের কোকিল। ভোট এলে আসেন। ভোটের পর প্রতিশ্রুতি ভুলে যান।' আর এক প্রৌঢ় প্রকাশ্য রাস্তায় শতাব্দীর পথ আটকান। তাঁকে বলতে শোনা যায়, 'আপনি যতদিন থেকে দাঁড়িয়েছেন ততদিন আপনাকে বলেছি। আমাদের খুব দরকার এই রাস্তা।'
ওই ব্যক্তি যখন কথাটি বলছেন সেই সময় একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরা সেখানে ছিল। এরপরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তৃণমূলের তরকা সাংসদ বলেন, 'আজ আপনি স্টার হয়ে গেলেন। পুরো টিআরপি একা নিয়ে নিলেন।' তবে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন সাংসদ। অন্যদিকে, আবাস যোজনায় যোগ্য হয়েও অনেকে বাড়ি পাচ্ছেন না বলেও এদিন সাংসদের কাছে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন- রেশন কার্ড হারিয়ে গিয়েছে? সহজেই নতুন কার্ড তৈরির উপায় জেনে নিন
শতাব্দী রায় এদিন মেলেরডাঙা গ্রামে বলেছেন, 'এখানে কিছু মানুষ রয়েছেন, তাঁরা দুর্নীতিগ্রস্ত। পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে বাড়ি নিয়েছেন। আমি সরকারি আধিকারিকদের বলব, যোগ্যরা যেন বঞ্চিত না হয়। সেটা দেখবেন।' এদিন মেলেরডাঙার পাশাপাশি রামপুরহাটের বিষ্ণুপুরেও দলের কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে।
আরও পড়ুন- হাইকোর্টের বিক্ষোভে রেগে অগ্নিশর্মা বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বেনজির পদক্ষেপ
এদিকে, দলের কর্মসূচি পালনে গিয়ে শতাব্দী রায়কে ঘিরে এই বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া দলের নেতা রাহুল সিনহা এদিন সংবাদমধ্যমে বলেন, 'দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদের সুরক্ষাই বিপন্ন হচ্ছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন চলা যায় না। সর্বত্র মানুষ বঞ্চিত। যে পাপ এতদিন তৃণমূলের লোকেরা করেছে মানুষ এতে ক্ষেপে যাচ্ছে। সেই কারণেই এই বিক্ষোভ। যত গ্রামে এরা যাবে ততই এদের সুরক্ষা বিপন্ন হবে।'