Tmc MP Shatrughan Sinha demands to ban non-vegetarian food in the country: গোটা দেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আমিষ খাবারের পদ, এমনই চান 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। খোদ তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেখানে বাছবিচারে বিশ্বাসী নন, সেখানে তৃণমূলের এই তারকা সংসদের প্রকাশ্যে এমন মন্তব্য জোর চর্চায়। এমনকী ইতিমধ্যেই দেশের যে রাজ্যগুলিতে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে, সেই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ। একইসঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পদক্ষেপেরও ঢালাও প্রশংসা শোনা গিয়েছে তারকা সংসদের মুখে।
Advertisment
আমিষ পদ নিষিদ্ধ ইস্যুতে কী বলেছেন শত্রুঘ্ন সিনহা?
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, "শুধু গোমাংসই নয়, দেশে সব ধরনের আমিষ পদ নিষিদ্ধ করে দেওয়া উচিত। সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে, এটা ঠিক কাজ হয়েছে। তবে এখনও বহু জায়গা রয়েছে যেসব জায়গায় গোমাংস বিক্রি করা কিংবা খাবার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। উত্তর-পূর্বে গোমাংস খেলে ইয়াম্মি, আমাদের উত্তর ভারতে খেলে মাম্মি। এটা চলতে পারে না। বন্ধ করলে সব জায়গায় করতে হবে।"
অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে 'বিহারীবাবু'
Advertisment
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, "উত্তরখণ্ডে যা হয়েছে ঠিকই হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া উচিত। গোটা দেশ সেটা মানবে। তবে এবিষয়ে সব দিকে নজর রাখতে হবে। এটা যেন মনে না হয়, আপনি ভোট পাওয়ার জন্য এটা করছেন। আজ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করে দেওয়া হল, এটা হতে পারে না। কার্যকর করার আগে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। সবার কথা শোনা দরকার।"
এ রাজ্যের আসানসোল কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি যে দলের সাংসদ তাঁর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বাছবিচারে বিশ্বাস করেন না। দল হিসেবে তৃণমূল যে কোনও বাছবিচারের বিরোধী। তৃণমূলনেত্রী বারবার বলে এসেছেন, "যার যা ইচ্ছা খাবে, যার যা ইচ্ছা পরবে।" এই পরিস্থিতিতে তাঁরই দলের সাংসদ এবার দেশজুড়ে আমিষ পদ নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। তৃণমূলনেত্রী অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিপক্ষে। শত্রুঘ্ন চান দেশজুড়ে তা চালু হোক। স্বাভাবিকভাবেই তাই দলের লাইনের উল্টো পথে হেঁটে 'বিহারীবাবু'র এমন মন্তব্য এখন জোর চর্চায়।