Advertisment

Gaighata News: স্বামীর গাড়িচালকের সঙ্গে চুটিয়ে প্রেম, একরত্তি মেয়ে ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্না গৃহবধূর

North 24 Parganas News: এদিকে এই ঘটনার পরেই উধাও মেয়েটির প্রেমিক। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। তবে তাতেও সেখান থেকে সরেননি মহিলা। প্রেমিককে বিয়ের দাবিতে তাঁর বাড়ির সামনে টানা ধর্নায় গৃহবধূ।

author-image
IE Bangla Web Desk
New Update
Gaighata News,North 24 Parganas News,marriage,west bengal news,latest bengali news,bengali news,গাইঘাটার খবর

Gaighata News: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় গৃহবধূ।

housewife sit in front of her boyfriend's house demanding marriage: স্বামীর সঙ্গে সংসার করেছেন ৬ বছর। তাঁর বছর দুয়েকের একটি মেয়ে রয়েছে। এরপরেও স্বামী-মেয়ের সহ্গে থাকতে চান না গৃহবধূ। প্রেমিককেই তিনি বিয়ে করবেন, একপ্রকারণ পণ করে এবার প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই গৃহবধূ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়ার মধ্য বারাসাতে। ছেলেটির পরিবারের তরফে তাঁর মা জানিয়েছেন, তাঁরা এমন সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না। তবে ছেলে ওই মেয়েটিকে নিয়ে আলাদা থাকতে চাইলে তাঁদের আপত্তি নেই।  

Advertisment

জানা গিয়েছে, স্বরূপনগর থানার বেথারির বাসিন্দা পূজা শীলের বছর ছ'য়েক আগে বিয়ে হয়েছিল গাইঘাটা থানার পাঁচপোতা এলাকায়। সেই সংসারে তাঁর একটি দু'বছরের কন্যা সন্তান রয়েছে। স্বামীর সংসার এবং মেয়েকে ছেড়ে দুই মাসের প্রেমের টানে সুটিয়ার মধ্য বারাসতে প্রেমিক ত্রিদিব ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসেছেন ওই বধূ। গতকাল দুপুর থেকে তিনি ধর্নায় বসে আছেন। মধ্যরাত পর্যন্ত ধর্নায় বসে থাকার পর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। রাতে মেয়েটি আশ্রয় নিয়েছিলেন ত্রিদিবের প্রতিবেশীর বাড়িতে। বুধবার সকাল থেকে ফের ত্রিদিবের বাড়ির সামনে ধর্নায় বসেছেন তিনি। 

পূজা জানিয়েছেন, তাঁর স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে। সেখানে স্বামীর গাড়ি চালাতেন ত্রিদিব। সেই সূত্রেই তাঁদের পরিচয়। দু'মাস ধরে তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। গোপনে সিঁদুর পরিয়ে ত্রিদিব তাঁকে বিয়ে করেছিলেন বলেও দাবি ওই মহিলার। তিন দিন আগে বিষয়টি জানতে পারে তাঁর স্বামী। যা নিয়ে পরিবারে অশান্তি হয়। অশান্তির জেরে লিখিতভাবে স্বামীর সংসার ছেড়ে চলে এসেছেন তিনি। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই বাড়ি ছেড়ে উধাও হয়ে গিয়েছেন ত্রিদিব। পূজার দাবি, ত্রিদিব না আসা পর্যন্ত তিনি ওখান থেকে উঠবেন না।

আরও পড়ুন- West Bengal News Live:'গোমাংসের সঙ্গে দেশে সব আমিষ পদ নিষিদ্ধ হোক', দাবি তৃণমূলের সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহার

Advertisment

এদিকে, তাঁর ছেলের সঙ্গে বিবাহিত এই মেয়েটির সম্পর্ক কিছুতেই মেনে নিচ্ছেন না ত্রিদিবের মা অপর্ণা ঘোষ। তিনি সাফ বলেছেন,"এই সম্পর্ক আমরা মানি না। ছেলেকে বাড়িতে তুলব না। ও যদি মেয়েচিকে নিয়ে আলাদা কোথাও থাকতে চায় থাকতে পারে। দু'দিন আগে আমরা জানতে পারি ওরা প্রেম করছে। ছেলে বাড়িতে নেই। আমরা ছেলেকে মেনে নেব না।"

আরও পড়ুন- RG Kar: ৯ ফেব্রুয়ারি ফের পথে নামার ডাক আরজি করের নির্যাতিতার পরিবারের, রাজ্যের তৎপরতায় প্রশ্ন হাইকোর্টের

Gaighata Bengali News Today North 24 Pargana news in west bengal news of west bengal
Advertisment