এক টোলকর্মীকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। টোল প্লাজায় সাংসদের গাড়ি থামানো ঘিরেই ঘটনার সূত্রপাত। গাড়ি থেকে নেমে টোলকর্মীর উপর চড়াও সাংসদ। তৃণমূল সাংসদের গলা ধাক্কা দেওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে নিজের কীর্তিতে অনুতপ্ত নন সাংসদ নিজে। তাঁর পাল্টা যুক্তি, 'টোলকর্মী মত্ত অবস্থায় ছিলেন। একদম নিরক্ষর।'
উল্লেখ্য, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে মেমারি-পালসিট টোল প্লাজায় এক টোলকর্মীকে গাড়ি থেকে নেমে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে। গাড়ি থেকে নেমে টোলকর্মীকে গলা ধাক্কা দিতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
আরও পড়ুন- ক’দিন পরেই ছিল জন্মদিন, মৃত শিশুর স্কুল-ব্যাগ বুকে জাপটে অঝোরে কান্না মায়ের!
এদিকে, 'আক্রান্ত' টোলকর্মী উজ্বল সর্দার বলেন, 'ধাক্কা দিয়ে বেরিয়ার উল্টে দিয়েছিল গাড়িটা। আমি বেরিয়ারটা সরাচ্ছিলাম। আমি ওঁকে বলি ঠিক আছে স্যার, আপনি যান। উনি নেমে এসে আমাকে গলা ধাক্কা দেন।'
আরও পড়ুন- বিস্ফোরক অভিযোগ লকেটের বিরুদ্ধে! বিজেপি সাংসদের নামে সাংঘাতিক নালিশ ইডিকে
এদিকে, টোলকর্মীকে গলা ধাক্কা দেওয়ায় অভিযুক্ত বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বলেন, 'আমার একটা জরুরি মিটিং ছিল। দিল্লি থেকে ফিরছিলাম। আমার গাড়িটা আটকে দেয়। একজন অশিক্ষিত, লেখা বোঝে না পড়াও বোঝে না। ওকে ওখানে রাখাটাই ঠিক হয়নি। পরে ম্যানেজমেন্টের সবাই আমার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়েও এই ধরনের ভিডিও ভাইরাল করাটা ঠিক হয়নি।'