Yusuf Pathan: গুজরাতের বরোদা পুরসভার জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে বেজায় বিপাকে বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। শুক্রবার তিনি গুজরাত হাইকোর্টের দারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে নোটিশ পাঠিয়েছিল গুজরাতের বরোদা পুরসভা। সেই নোটিশের ভিত্তিতেই এবার গুজরাতের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ইউসুফ পাঠান।
প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছিলেন বরোদার এক প্রাক্তন বিজেপি কাউন্সিলর। তাঁর অভিযোগ ছিল, বরোদায় নিজের বাংলোর কাছে পুরসভার জমি জোর করে দখল করে রেখেছেন ইউসুফ পাঠান। এর আগে ওই জমিটি প্রাক্তন ক্রিকেটারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বরোদা পুরসভা। পরবর্তী সময়ে গুজরাত সরকার বরোদা পুরসভার সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়।
যদিও সেই জমিটি নিজের দখলে রাখার জন্য সব রকম চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন ইউসুফ পাঠান, এমনই অভিযোগ গুজরাতের বরোদার ওই বিজেপি নেতার। বিষয়টি নিয়ে বরোদা পুরসভায় নালিশ জানিয়েছেন ওই বিজেপি নেতা। তারপরেই জমিটি উদ্ধারে সচেষ্ট হয় বরোদা পুরসভা কর্তৃপক্ষ। তারা নোটিশ পাঠায় ইউসুফ পাঠানকে। বরোদা পুরসভার সেই নোটিশকে চ্যালেঞ্জ করে এবার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- Success Story: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের ‘ভারতশ্রেষ্ঠ’ হওয়ার এগল্প প্রেরণা দেবেই!