/indian-express-bangla/media/media_files/2025/01/28/c4WhQr3VnBfBTGtP5O4O.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal Breaking News Highlights: পুনের পর এবার খাস কলকাতা। দুই শিশুর শরীরে থাবা বসিয়েছে বিরল গুলেন বেরি সিনড্রোম। আপাতত তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভর্তি রয়েছে পার্কসার্কাসের কাছে এক হাসপাতালে। এদিকে বিরল এই স্নায়ুরোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগও তাড়া করে বেড়াচ্ছে। ২ শিশুর একজনের বয়স ৮ বছর। আরেকজনের বয়স ৯ বছর।
সোমবার মহারাষ্ট্রের সোলাপুরে গুলেন-বারি সিনড্রোমে (GBS)নতুন করে আরো নজনের আক্রান্তের খবর মিলেছে। সেই সঙ্গে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১১। ভেন্টিলেটরে রয়েছেন ১৭ জন রোগী। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রোগীদের মধ্যে ৭৩ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা। ১৭ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন। এর আগে ২৬শে জানুয়ারি, সোলাপুরের জিবি সিনড্রোমে আক্রান্ত ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরজি কর কাণ্ডে এখনো ন্যায় বিচারের দাবিতে উঠছে স্লোগান। শিয়ালদা আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রাজ্য সরকার, সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এর মাঝেই আরজি কর কাণ্ডের পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি পাঠিয়েছেন আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ। শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকে।
মালদার পর এবার নৈহাটি। রাজ্যে যখন বেআইনি অস্ত্রের রমরমা তখনই মালদহে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্য গুলি ছোড়া নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। এবার পিকনিকের আনন্দে শূন্যে গুলি ছোঁড়ার ঘটনা ঘটল নৈহাটিতে। শিবদাসপুর থানার ভবাগাছিতে এই ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।
বিনা বিচারে প্রায় ২ মাস জেলবন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার দ্রুত শুনানির আর্জি খারিজ হল হাইকোর্টেও। এরপরই মুখ খুলেছেন সন্ন্যাসীর মা। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার ছেলে দেশদ্রোহী নয়। ঢাকা থেকে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে চিন্ময় প্রভুর মা সন্ধ্যারানি ধর জানান, বাংলাদেশে তো আইনের শাসন নেই, নেই। আইনের শাসন থাকলে না হয় লড়াই করা যেত। আমার মনে হয়, ওর জীবন নিয়ে টানোপোড়েন হবে"।
আজ থেকে শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মঙ্গলবার বিকেল চারটেয় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন জার্মান রাষ্ট্রদূত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার বইমেলার বিশেষ আকর্ষণ অ্যাপের মাধ্যমে যে কোন স্টল খুঁজে পাবেন মেলায় আগত মানুষজন। থাকছে কিউআর কোড। সেটা স্ক্যান করে মেলার স্টল খুঁজে পাওয়া আরও সহজ হবে। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের স্টল থাকলেও এবার দুই দেশের মধ্যে উত্তেজনা আবহে বাংলাদেশের স্টল দেখা যাবে না বইমেলায়। জানা গিয়েছে ১ হাজারের বেশি স্টল থাকছে বইমেলায়।
বন্ধুর সাহায্যে সমৃদ্ধ হবেন এই রাশিরা, প্রেমে দ্বন্দ্বে জড়াবেন অগ্নি রাশিরা?
-
Jan 28, 2025 20:39 IST
West Bengal News Live:আবারও শুটআউট মালদায়
আবারও শুটআউট মালদায়। এবার মদ্যপান নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে খুন এক শ্রমিক সরবরাহকারী। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম তাঁর এক বন্ধুও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় এলাকারই ৫ জনের নামে অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার বৈষ্ণবনগরের বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের রাধানাথটোলা এলাকায়।
বিস্তারিত পড়ুন- Malda Shootout: আবারও শুটআউট মালদায়, মদের আসরে পরপর গুলি, নিহত ১ জখম ১
-
Jan 28, 2025 20:19 IST
West Bengal News Live:মদনকে প্রশ্ন
তাঁদের মেয়েকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি তাঁরা চান না। হাইকোর্টে এই আবেদন করেছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তবে তারপর থেকে তৃণমূলের ছোট-বড়-মেজ নেতারা নির্যাতিতার পরিবারকে বেনজির আক্রমণ শানিয়ে সরব হয়েছেন। মদন মিত্র সম্প্রতি তাঁদের উদ্দেশ্যে বলেছেন, "মেয়ের ক্ষতিপূরণে টাকা লাগবে? এটা পরিষ্কার করে বলুন।" কামারহাটির তৃণমূল বিধায়কের এই প্রশ্নের এবার জবাবও দিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা। মদন মিত্রের উদ্দেশ্যে তিনি বলেন, "মদনবাবু যত টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব, উনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন।"
-
Jan 28, 2025 19:35 IST
West Bengal News Live:'হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি'র আবাসিকদের আশ্বাস মন্ত্রীর
শহর কলকাতা ও লাগোয়া এলাকাগুলিতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ফ্ল্যাট-বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বহু ক্ষেত্রে উঠছে প্রতারণার অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রোমোটারকে দায়ী করছেন প্রতারিতরা। অভিযোগ উঠছে প্রশাসনের একাংশের আধিকারিক-কর্মী থেকে শুরু করে এলাকার রাজনৈতিক নেতাদের একাংশের বিরুদ্ধেও। তবে ফ্ল্যাট বা বাড়ি কিনে প্রতারিত হলে রাজ্য ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের দ্বারস্থ হতে বার্তা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের। এক্ষেত্রে কোনও অনিয়ম হলে ক্ষতিপূরণের বন্দোবস্তও করা যায় বলে আশ্বাস দিয়েছেন তিনি।
-
Jan 28, 2025 18:46 IST
West Bengal News Live:মেরে হাত ভেঙে দেবে পুলিশ: অনুব্রত
এবার পুলিশের উপর হামলা নিয়ে দলেরই একাংশকে তুলোধনা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। মঙ্গলবার সিউড়িতে প্রকাশ্যে থানার IC-র কলার ধরে টানতে দেখা যায় এক যুবককে। অন্য পুলিশকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগও উঠেছে। তবে পুলিশের উপর হামলার বিষয়টি কানে যেতেই যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সংবাদমাধ্যমকে এব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের একাংশের কর্মীদের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে এই ইস্যুতে পুলিশকে আরও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার আবেদন জানিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Anubrata Mondal: 'মেরে হাত ভেঙে দেবে পুলিশ', সিউড়িতে IC-র কলার ধরে টানা নিয়ে বললেন অনুব্রত
-
Jan 28, 2025 17:52 IST
West Bengal Live:বিকাশের সওয়ালে অখুশি SFI
সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে বিকাশ ভট্টাচার্যের সওয়ালের বিরোধিতায় এবার এসএফআই। গোটা প্যানেল বাতিলের দাবিতে সওয়াল করেছেন বিকাশ ভট্টাচার্য। তিনি মনে করেন, যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব নয়। ফের পরীক্ষা নেওযার দাবি জানিয়েছেন সিপিএমের সাংসদ-আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তবে বিকাশের এই সওয়ালের বিরোধিতায় বামেদের ছাত্র সংগঠন এসএফআই। "যোগ্যদের যাতে চাকরি না যায় সেটা দেখতে হবে। অযোগ্যদের আলাদা করতেই হবে। যোগ্যরা ফের কেন পরীক্ষা দেবেন?" প্রশ্ন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের। তবে এসএফআইয়ের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিকাশ ভট্টাচার্য।
-
Jan 28, 2025 17:43 IST
West Bengal Live:সিবিআইকে খোঁচা !
আরজি করে চিকিৎসক খুনে সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি না হওয়ায় সিবিআই-কে কাঠগড়ায় তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, "আরজি কর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এটা সিবিআই প্রমাণ করতে পারেনি। ফলে দোষীর ফাঁসি হয়নি। যাবজ্জীবন সাজা হয়েছে। রাজ্য পুলিশ প্রথম থেকেই আরজি কর কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছিল। কিন্তু নির্যাতিতা পরিবার ভরসা রাখতে পারেনি। সিবিআই হয়েছে। কিন্তু তারপরেও দোষীর ফাঁসি হল না।" মঙ্গলবার মালদা কলেজে একটি অনুষ্ঠান এসে একথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ।
-
Jan 28, 2025 17:34 IST
West Bengal Live:দারুণ উদ্যোগ দিঘায়!
খোদ রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় (Digha) গড়ে উঠেছে পুরীর (Puri) আদলে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দিরের উদ্বোধনের ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরকে ঘিরে চৈতন্যদ্বার নির্মাণেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই দ্বার তৈরির কাজও চলছে পুরোদমে। তারই মাঝে এবার ওল্ড দিঘার শেষ সীমানায় দুটি নতুন ঘাটও তৈরি করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)।
বিস্তারিত পড়ুন- Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ, পুণ্যার্থীদের সুবিধার্থে আরও এক যুগান্তকারী উদ্যোগ
-
Jan 28, 2025 16:49 IST
West Bengal Live:পার্থের আবেদনে সাড়া
অবশেষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল বিশেষ সিবিআই আদালত। জেলে থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না তিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত।
বিস্তারিত পড়ুন- Partha Chatterjee: পার্থের আবেদনে সাড়া, বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন প্রাক্তন মন্ত্রী -
Jan 28, 2025 16:26 IST
West Bengal News Live:পথ নিরাপত্তা সপ্তাহ
পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হল বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে। বারুইপুরে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্ধোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। প্রতি বছর দেড় লক্ষের মত মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। মূলত ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহারের আবেদন জানান। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় কেউ যাতে কানে হেডফোন ব্যবহার না করেন সেই আবেদনও করেছেন তিনি।
-
Jan 28, 2025 16:21 IST
West Bengal News Live:IC-র কলার ধরে টান
আবারও রাজ্যে আক্রান্ত পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মুর্শিদাবাদের ডোমকলের পর এবার ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করা দুই যুবককে গ্রামবাসীরা মারধর করেছে খবর পেয়ে এলাকায় গিয়েছিল পুলিশ। ওই দুই যুবককে ধরে থানায় আনতে গিয়েই বাধে বিপত্তি। গ্রামবাসীরাই উল্টে চড়াও হয় পুলিশের উপর। থানার আইসি-র কলার ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধর পর্যন্ত করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বিস্তারিত পড়ুন- Birbhum News: ফের রাজ্যে আক্রান্ত পুলিশ, দুষ্কৃতী ধরতে গেলে মারধর পুলিশকে, IC-র কলার ধরে টান
-
Jan 28, 2025 15:06 IST
West Bengal News Live:কুলপিতে নৃশংস খুন
এবার ত্রিকোণ প্রেমের এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার কুলপির তুলসিচক এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকাল রাতে। বাড়ির সামনে থেকেই ওই ব্যক্তির রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে পুলিশ আটক করেছে। সেই সঙ্গে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত গুরুদাস গায়েন নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডে আরও কারও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- South 24 Parganas News: স্ত্রীর পরকীয়া সম্পর্কের মাশুল দিলেন স্বামী? নৃশংস খুনে জোরালো সেই তত্ত্বই
-
Jan 28, 2025 14:37 IST
West Bengal News Live: আরজি করের নির্যাতিতার পরিবারকে আক্রমণ মদন মিত্রের
পরিষ্কার করে বলুন কী চান? টাকা? সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় । চাইলে রাজনীতিতে যোগ দিন, সামনে অনেক উপনির্বাচন আছে চাইলে দাঁড়ান। তবে জিততে পারবেন না। বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন? এভাবেই আরজি করেই নির্যাতিতার পরিবারকে আক্রমণ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
-
Jan 28, 2025 13:51 IST
West Bengal News Live: 'ইডি চার্জশিটও দিচ্ছে না, বিচারপ্রক্রিয়া শুরুও করছে না'
'ইডি চার্জশিটও দিচ্ছে না, বিচারপ্রক্রিয়া শুরুও করছে না', আরজি কর দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর রায়ের। সময়মতো চার্জশিট জমা না দেওয়ায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। সেই নিয়ে এদিন ইডির তদন্তের তীব্র ভর্ৎসনা করেন বিচাপতি তীর্থঙ্কর রায়। এদিকে আজ আরজি কর দুর্নীতি মামলায় আজ রিপোর্ট জমা দিল সিবিআই। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলায় সিবিআই তদন্তের শেষ পর্যায়ে। পাশাপাশি তৎপরতা বাড়ানো হল ইডির তরফে। তবে ইডির ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও ইডির আইনজীবী আজ আদালতে জানিয়েছেন, এই মামলায় ইডি ২২ জায়গায় তল্লাশি চালিয়েছে। বেশ কয়েকজনকে জেরা করেছে। বিচাপতি রায় ইডির বক্তব্য শোনার পর নিন্ম আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু এবং যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন।
-
Jan 28, 2025 12:11 IST
West Bengal News Live: সিউড়িতে ধুন্ধুমার
সিউড়িতে ধুন্ধুমার! সাতসকালেই তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সিউড়ি থানার আইসিকে কলার ধরে টান। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় একজন আহত হয়েছে। জানা গিয়েছে এলাকা দখল নিয়ে বাবু আনসারি ও ইকবাল আনসারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গেলে পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতিরা। বাবু আনসারিকে আটক করা হলে পুলিশের হাত থাকে তাকে ছিনিয়ে নিতে পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা। গোটা ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ।
-
Jan 28, 2025 12:01 IST
West Bengal News Live: মন্দিরে অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা
মঙ্গলের সকালে বাঘপাতের আদিনাথ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন মহিলা সহ সাত জনের মৃত্যু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে কমপক্ষে ৫০ জন ভক্ত।
-
Jan 28, 2025 10:55 IST
West Bengal News Live: জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসি রদে হাইকোর্টে আপিল
জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় বারুইপুর পকসো আদালত মুস্তাকিন সর্দার নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ সেই আদেশের বিরুদ্ধে মুস্তাকিন সর্দারের আপিল গ্রহণ করেছে।
-
Jan 28, 2025 09:21 IST
West Bengal News Live: আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি
আরজি কর কাণ্ডে এখনো ন্যায় বিচারের দাবিতে উঠছে স্লোগান। শিয়ালদা আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রাজ্য সরকার, সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এর মাঝেই আরজি কর কাণ্ডের পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি পাঠিয়েছেন আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ। শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকে।
-
Jan 28, 2025 09:21 IST
West Bengal News Live: মালদার পর এবার নৈহাটি, চলল গুলি
মালদার পর এবার নৈহাটি। রাজ্যে যখন বেআইনি অস্ত্রের রমরমা তখনই মালদহে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্য গুলি ছোড়া নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। এবার পিকনিকের আনন্দে শূন্যে গুলি ছোঁড়ার ঘটনা ঘটল নৈহাটিতে। শিবদাসপুর থানার ভবাগাছিতে এই ঘটনায় ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।
-
Jan 28, 2025 09:17 IST
West Bengal News Live: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা মোদীর
২০ জানুয়ারি দ্বিতীয়বারে জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই একের পর বড় সিদ্ধান্তে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এর মাঝে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। দুই রাষ্ট্রনায়কের আলোচনায় উঠে এসেছে একাধিক বিষয়।
-
Jan 28, 2025 08:32 IST
West Bengal News Live: শিয়ালদহে ফের অস্ত্রভাণ্ডারের হদিস
মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের শিয়ালদহে অস্ত্রভান্ডারের হদিস। গ্রেপ্তার ৫ জন। সোমবার রাতে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। দুটি আগ্নেয়াস্ত্র পাঁচ রাউন্ড গুলি সহ আটক করা হয় ওই ৫ জনকে।
-
Jan 28, 2025 08:24 IST
West Bengal News Live: আজ থেকে শুরু কলকাতা বইমেলা
আজ থেকে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মঙ্গলবার বিকেল চারটেয় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন জার্মান রাষ্ট্রদূত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার বইমেলার বিশেষ আকর্ষণ অ্যাপের মাধ্যমে যে কোন স্টল খুঁজে পাবেন মেলায় আগত মানুষজন। থাকছে কিউআর কোড। সেটা স্ক্যান করে মেলার স্টল খুঁজে পাওয়া আরও সহজ হবে। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের স্টল থাকলেও এবার দুই দেশের মধ্যে উত্তেজনা আবহে বাংলাদেশের স্টল দেখা যাবে না বইমেলায়। জানা গিয়েছে ১ হাজারের বেশি স্টল থাকছে বইমেলায়।