Advertisment

BJP বিধায়ককে জেলার ভার, সব জেলায় চেয়ারম্যান-প্রেসিডেন্টের নাম ঘোষণা তৃণমূলের

তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান-সভাপতিদের নাম ঘোষণা, কার শিকে ছিঁড়ল, কে গেলেন বাদ?

author-image
IE Bangla Web Desk
New Update
tmc new appointments of district Chairman & President for West Bengal

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের আগে দলের বেশ কয়েকটি জেলা কমিটিগুলির মাথা-বদল। বেশ কয়েকটি জেলায় পুরনোদের পাশাপাশি দায়িত্বে নতুন মুখ। তবে এই বদলেও তৈরি নয়া বিতর্ক। খাতায়-কলমে বিজেপিতে থাকা এক বিধায়কও এবার তৃণমূলের ঘর গোছানোর দায়িত্ব পেয়েছেন। সোমবার শাসকদলের তরফে রাজ্যের জেলায়-জেলায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও সভাপতিদের নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে।

Advertisment

কোন জেলার দায়িত্বে কে কে?

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জেলা সভাপতির দায়িত্বে প্রকাশ চন্দ্র বারিক।

কোচবিহার: কোচবিহারে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

জলপাইগুড়ি: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায়। জেলা সভাপতির দায়িত্বে মহুয়া গোপ।

দার্জিলিং পাহাড়: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান এলবি রাই। জেলা সভাপতির দায়িত্বে শান্তা ছেত্রী।

দার্জিলিং সমতল: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অলোক চক্রবর্তী। জেলা সভাপতির দায়িত্বে পাপিয়া ঘোষ।

উত্তর দিনাজপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান শচীন সিংহ রায়। জেলা সভাপতির দায়িত্বে কানহাইয়ালাল আগরওয়াল।

দক্ষিণ দিনাজপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান নিখিল সিংহ রায়। জেলা সভাপতির দায়িত্বে মৃনাল সরকার।

মালদহ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়। জেলা সভাপতির দায়িত্বে আব্দুর রহিম বক্সি।

জঙ্গিপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল। জেলা সভাপতির দায়িত্বে খলিলুর রহমান।

বহরমপুর-মুর্শিদাবাদ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান আবু তাহের খান। জেলা সভাপতির দায়িত্বে শাওনি সিংহ রায়।

নদিয়া উত্তর (কৃষ্ণনগর): জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ (লাল)। জেলা সভাপতির দায়িত্বে কল্লোল খান।

আরও পড়ুন- ‘দল-মন্ত্রিসভার অসম্মান বরদাস্ত নয়’, পার্থর নাম না করেই সতর্ক করলেন মমতা

নদিয়া দক্ষিণ (রানাঘাট): জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান প্রমথরঞ্জন বোস। জেলা সভাপতির দায়িত্বে দেবাশিস গঙ্গোপাধ্যায়।

দমদম-বারাকপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ। জেলা সভাপতির নাম পরে জানানো হবে।

বারাসত: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান তপতী দত্ত। জেলা সভাপতির দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার।

বসিরহাট: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম। জেলা সভাপতির দায়িত্বে সরোজ বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান শ্যামল রায়। জেলা সভাপতির দায়িত্বে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস খাতায়-কলমে এখনও বিজেপির বিধায়ক। যদিও তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে সরকারিভাবে এখনও তিনি মুকুল রায়ের মতোই বিজেপিরই বিধায়ক।

কলকাতা দক্ষিণ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান মণীশ গুপ্ত। জেলা সভাপতির দায়িত্বে দেবাশিস কুমার।

কলকাতা উত্তর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান নাম পরে ঘোষণা করা হবে। জেলা সভাপতির দায়িত্বে দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ডহারবার-যাদবপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অশোক দেব। জেলা সভাপতির দায়িত্বে শুভাশিস চক্রবর্তী।

সুন্দরবন: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান নমিতা সাহা। জেলা সভাপতির দায়িত্বে জয়দেব হালদার।

হাওড়া গ্রামীণ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান সমীর কুমার পাঁজা। জেলা সভাপতির দায়িত্বে অরুনাভ সেন।

আরও পড়ুন- বঙ্গের মানচিত্রে জুড়ল আরও ৭ জেলা, নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়া শহর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান লগন দেও সিং। জেলা সভাপতির দায়িত্বে কল্যাণেন্দু ঘোষ।

হুগলি-শ্রীরামপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অসীমা পাত্র। জেলা সভাপতির দায়িত্বে অরিন্দম গুঁই।

আরামবাগ: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান জয়দেব জনা। জেলা সভাপতির দায়িত্বে রামেন্দু সিনহা রায়।

তমলুক: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া। জেলা সভাপতির দায়িত্বে সৌমেন কুমার মহাপাত্র।

কাঁথি: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অভিজিৎ দাস। জেলা সভাপতির দায়িত্বে তরুণ মাইতি।

মেদিনীপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান দ্বিজেন রায়। জেলা সভাপতির দায়িত্বে সুজয় হাজরা।

ঘাটাল: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অমল পাণ্ডা। জেলা সভাপতির দায়িত্বে আশিস হুদায়েত।

আরও পড়ুন- মমতা মন্ত্রিসভার ৪-৫ জনের উপর কোপ, নতুন মুখ ক’জন? বুধবার রদবদল

ঝাড়গ্রাম: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু। জেলা সভাপতির দায়িত্বে দুলাল মুর্মু।

পুরুলিয়া: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো। জেলা সভাপতির দায়িত্বে সৌমেন বেলথরিয়া।

বাঁকুড়া: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান মানিক মিত্র। জেলা সভাপতির দায়িত্বে দিব্যেন্দু সিংহ মহাপাত্র।

বিষ্ণুপুর: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান বাসুদেব দিগর। জেলা সভাপতির দায়িত্বে অলোক মুখোপাধ্যায়।

পূর্ব বর্ধমান: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অশোক বিশ্বাস। জেলা সভাপতির দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

পশ্চিম বর্ধমান: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায়। জেলা সভাপতির নাম পরে জানানো হবে।

বীরভূম: জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতির দায়িত্বে অনুব্রত মণ্ডল।

West Bengal AITC tmc Mamata Banerjee District
Advertisment