Advertisment

TMC MLAs Oath: বিধানসভায় শপথ চার বিধায়কের, গরহাজির BJP, মুখ্যমন্ত্রী যা বললেন…

MLAs Oath: উপনির্বাচনে জয়ী চার বিধায়কের শপথ গ্রহণ নিয়েও প্রাথমিকভাবে জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাজভবনের তরফে চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ইতিবাচক কোনও জবাব পায়নি বিধানসভা। এরপর মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। বিধানসভায় এদিন মুকুটমনি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুররা শপথ গ্রহণ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc newly won four MLAs took oath in the wb assembly, বিধানসভায় শপথ চার তৃণমূল বিধায়কের

TMC MLAs Oath: শপথ নেওয়ার পর বাঁদিক থেকে তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকপর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Bengal MLAs Oath: মঙ্গলবার রাজ্য বিধানসভায় শপথ নিলেন সদ্য জয়ী চার বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি বিধানসভায় শপথ নিয়েছেন মুকুটমনি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। এই গোটা শপথ গ্রহণ পর্ব বয়কট করেছিল BJP-র পরিষদীয় দল। ভারতীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এই শপথ গ্রহণ হয়েছে বলে দাবি গেরুয়া দলের বিধায়কদের। সেই কারণে বিধানসভায় হাজির ছিলেন না তাঁরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এদিন জানিয়েছেন, সংবিধান মেনেই চার বিধায়কের শপথগ্রহণ পর্ব মিটেছে।

Advertisment

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারদের মতো এবার বিধানসভায় শপথ নিলেন নিলেন তৃণমূলের চার বিধায়ক। সদ্য উপনির্বাচনে জয়ী রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এদিন শপথ গ্রহণ করেছেন।

এই চার বিধায়কের শপথ গ্রহণ নিয়েও প্রাথমিকভাবে জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাজভবনের তরফে চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ইতিবাচক কোনও জবাব পায়নি বিধানসভা। এরপর মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করিয়েছেন সদ্য জয়ী চার বিধায়ককে।

আরও পড়ুন- Abhishek Banerjee on Budget 2024: ‘ব্যর্থ সরকারের ব্যর্থ বাজেট, ফের বঞ্চিত বাংলা’, বাজেটে ফুঁসছেন অভিষেক

আরও পড়ুন- Bangladesh Protests: ৩ দিন জোটেনি খাবার, হিংসাবিধ্বস্ত বাংলাদেশ থেকে ফিরলেন বীরভূমের হবু ডাক্তার

BJP-র দাবি সংবিধান না মেনে শপথ গ্রহণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি উড়িয়েছেন। তাঁর পাল্টা দাবি, যা হয়েছে সবটাই সংবিধান মেনে হয়েছে। সংবিধানের পাঁচটি ধারা মেনে স্পিকার শপথ গ্রহণ করিয়েছেন বিধায়কদের, এদিন এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee TMC MLA Oath Ceremony Oath taking
Advertisment